নিজস্ব সংবাদদাতা: ঢালিউডের দুই খানের গল্প আবারও চর্চায়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিনে চমকে দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে অপু বিশ্বাস তাঁর প্রাক্তনের সঙ্গে শাহরুখ খানের সরাসরি তুলনা টেনে বললেন, "শুভ জন্মদিন লিভিং মেগাস্টার শাকিব খান, আমার শাহরুখ খান"।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। পুরনো এক রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে অপু জানালেন নিজের মনের কথা, যা দেখে নেটিজেনদের জিয়াও নস্ট্যাল। যদিও বর্তমানে শাকিবের সঙ্গে অপুর ব্যক্তিগত সম্পর্ক একেবারেই নেই, তবুও এই পোস্টে তাঁর পুরনো ভালবাসার ছোঁয়া যেন স্পষ্ট।নেটপাড়ার বাসিন্দারা লছেন, “আগের মতো যদি আবার একসঙ্গে এই দু'জনকে দেখা যেত, তাহলে ভাল লাগত।” তবে বাস্তব বলছে অন্য কথা। শাকিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপু বা বুবলি — কারও সঙ্গেই তিনি আর সম্পর্ক রাখছেন না। এমনকি গুঞ্জন রয়েছে, বাংলাদেশি-তারকা তৃতীয় বিয়ের সিদ্ধান্তও নিতে পারেন।
তবে সম্পর্কের টানাপড়েনের মাঝেও অপু বিশ্বাস ও বুবলি দু'জনেই শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনজনের সম্পর্ক নিয়ে অতীতে বহু বিতর্ক হলেও, শাকিব বরাবরই তাঁর দুই সন্তানকে ভালবেসে এসেছেন এবং তাদের সঙ্গেই জন্মদিন উদ্যাপন করেছেন।
তবে এবারও প্রশ্ন থেকেই যায় — শাকিব খানের জন্মদিনে তাঁর সঙ্গী কে?
