নিজস্ব সংবাদদাতা: টেলিভিশন থেকে বড়পর্দায় এমনকী ওটিটির দুনিয়ায় দর্শকের মন জিতেছেন অভিনেতা আরিয়ান ভৌমিক। স্টার জলসার ধারাবাহিক 'তিতলি'তে দর্শক শেষ তাঁকে ছোটপর্দায় দেখেছিলেন। এরপর ছোটপর্দায় কাজ না করলেও বড়পর্দায় থেকে ওটিটিতে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি।
টলিপাড়ার অন্দরের খবর, ফের ছোটপর্দায় ফিরছেন আরিয়ান। সান বাংলার আসন্ন ধারাবাহিকের নায়ক হয়ে আসছেন তিনি। প্রযোজনায় 'চিত্রায়ন স্টুডিও অ্যান্ড প্রডাকশন'। জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো শুটিং।
এক মিষ্টি প্রেমের গল্পের নায়কের চরিত্রে নজর কাড়বেন আরিয়ান। তবে তাঁর বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ছোটপর্দায় ফেরার খবরে যদিও মুখে কুলুপ এঁটেছেন আরিয়ান। এদিকে, নায়কের হাতে রয়েছে একগুচ্ছ ছবি ও সিরিজ। গত বছর পুজোয় মুক্তি পেয়েছে 'টেক্কা'। ছবিতে আরিয়ানের অভিনয় দারুণ মনে ধরেছিল দর্শকের। আগামীতে মুক্তি পেতে চলেছে ঋতাভরীর সঙ্গে তাঁর অভিনীত ছবি 'গৃহস্থ'। একের পর এক কাজে নিজেকে বিভিন্ন চরিত্রে ভাঙছেন আরিয়ান। নতুন ধারাবাহিকেও কি একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন তিনি?
