নিজস্ব সংবাদদাতা: মেঘনা গুলজারের পরিচালনায় জুটি বাঁধার কথা ছিল আয়ুষ্মান খুরানা ও করিনা কাপুরের। কিন্তু এবার এই জুটির সম্ভবনা নেই বলেই জানাচ্ছে মুম্বই সংবাদ মাধ্যম।

আগে জানা গিয়েছিল ২০১৯ সালের কিছু সত্য ঘটনার উপর ভিত্তি করে, আসন্ন চলচ্চিত্রের জন্য করিনা কাপুর খান এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে টিম আপ করছেন মেঘনা গুলজার। ছবি নিয়ে করিনা ও আয়ুষ্মানের সঙ্গে কথাবার্তাও চলছিল মেঘনার। ২০১৯ সালের ভয়াবহ হায়দরাবাদ ধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি হবে সিনেমাটি। শোনা গিয়েছিল ছবির চিত্রনাট্যে মামলার বিবরণ দেখে হতবাক হয়েছিলেন অভিনেতারাও। ছবির জন্য একপ্রকার রাজিও হয়েছিলেন দু'জন।

কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবিতে থাকছেন না আয়ুষ্মান। এই বছরের শেষে শুটিং শুরু হওয়ার কথা ছিল ছবিটির। সেইসময় ডেট না মেলার কারণে মেঘনা গুলজারের ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছিলেন করিনা কপুর খান ও আয়ুষ্মান খুরানাকে। মেঘনা গুলজারও প্রথমবারের তাঁদের দু’জনের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছিলেন। কিন্তু এই ত্রয়ীকে পাচ্ছেন না দর্শক। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, আবারও নতুন করে অভিনেতা নির্বাচন পর্ব শুরু করেছেন মেঘনা গুলজারের টিম। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ মুক্তি পাবে এই সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি।