নিজস্ব সংবাদদাতা: বাংলা থেকে হিন্দি চ্যানেলে ধারাবাহিকের রমরমা। চ্যানেলগুলোতে আসছে একের পর এক নতুন মেগা। গল্পের খাতিরে ধরা দিচ্ছেন নতুন নায়ক-নায়িকা। তবে ফিরছেন চেনা মুখও।
বদলে যাওয়া গল্পের ধরনের মাঝে আসছে ভৌতিক কাহিনি। বাঙালি ভূতের গল্প উঠে আসবে ধারাবাহিকে। মেগার নাম 'আমি ডাকিনি'। এক অতৃপ্ত আত্মার গল্প বলবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। গল্পে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্যকে। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ রোহিত চান্দেল।
নতুন বউয়ের ঘোমটার আড়ালে লুকিয়ে কোন প্রেতাত্মা? কী চায় সে? এই নিয়েই এগোবে এই মেগার গল্প। হিন্দি চ্যানেল সোনি টিভি-তে এই ধারাবাহিক সম্প্রচার হবে খুব তাড়াতাড়ি। জানা যাচ্ছে, এই চ্যানেলের বহু জনপ্রিয় ভৌতিক শো 'আহট'-এর থেকেও ভয়ঙ্কর হয়ে চলেছে 'আমি ডাকিনি'।
প্রসঙ্গত, জি বাংলার 'রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শর্মিষ্ঠা। এরপর তাঁকে দেখা যায় 'হারানো সুর'-এও। এছাড়াও বেশকিছু হিন্দি সিরিজেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই প্রথমবার হিন্দি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন শর্মিষ্ঠা।
