নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক থেকে অনুরাগী মহলে পরিচিতি বেড়েছে স্বীকৃতি মজুমদারের। যদিও সিরিজে অভিনয় করেও দর্শকের থেকে পেয়েছেন দারুণ ভালবাসা। স্বীকৃতিকে দেখা গিয়েছিল 'ক্লিক' ওয়েব প্লাটফর্মের সিরিজ 'রাজা রানী রোমিও'তে। এই সিরিজে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা অর্পণ ঘোষালকে। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'আলোর কোলে'তে 'আলো'র চরিত্রে। 

ধারাবাহিক শেষ হতেই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। এইবার তাঁকে দেখা যেতে চলেছে আরও এক নতুন ভূমিকায়। আরও একবার থ্রিলার সিরিজে দর্শকের মন জয় করতে আসছেন অভিনেত্রী। সূত্রের খবর, অম্লান মজুমদারের লেখা চিত্রনাট্য ও রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে এক থ্রিলার সিরিজ। এই মুহূর্তে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। প্রাথমিকভাবে এই সিরিজের নাম 'ফলোয়ার্স' রাখা হয়েছে। তবে গল্পের চিত্রনাট্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে সিরিজের নাম। 

এর আগে 'রাজা রানী রোমিও' সিরিজেও থ্রিলেরের ছোঁয়া পেয়েছিলেন দর্শক। রহস্যের সঙ্গে প্রেমের আবহে একেবারে অন্যভাবে দর্শকের কাছে ধরা দিয়েছিলেন স্বীকৃতি। এবার এই সিরিজে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে এই সিরিজের শুটিং। সম্ভবত ওয়েব প্লাটফর্ম 'ক্লিক'-এ আসবে এই সিরিজ।