অনেকের মতোই অভিনেত্রী ভূমি পেডনেকরও ত্বকের সমস্যার সঙ্গে পরিচিত। সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নিজের একজিমার লড়াইয়ের কথা।
ভূমি জানান, ছোটবেলা থেকেই তিনি এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে সঠিকভাবে একজিমা ধরা পড়ে মাত্র তিন বছর আগে। স্টোরিতে তাঁকে মেকআপ করতে দেখা যায় বাথরুমে। সেই সময়ই তিনি বলেন, ভ্রমণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর মানসিক চাপের কারণে তার একজিমা বেড়ে যায়।

তিনি লিখেছেন, ‘যখনই আমি ভ্রমণ করি, কিংবা ডায়েট খারাপ থাকে, অথবা আমি স্ট্রেসে থাকি, যা আসলে সব সমস্যার মূল, তখনই একজিমা আরও বেড়ে যায়। এটা ভীষণ বিরক্তিকর, কারণ এতে ব্যথা হয় আর প্রচণ্ড অস্বস্তি লাগে। এ নিয়ে আমি আরও বিস্তারিত শিগগিরই বলব।’

একজিমা কী?
একজিমা বা অ্যাটপিক ডার্মাটাইটিস হল এক ধরনের ত্বকের সমস্যা, যেখানে ত্বকে শুষ্কতা এবং চুলকানি হয়। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, এটি একটি সাধারণ সমস্যা হলেও সংক্রামক নয়।

ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, একজিমা বেড়ে যাওয়ার পিছনে ভিতরের এবং বাইরের নানা কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে রাসায়নিক পদার্থ, সুগন্ধিযুক্ত পণ্য, সিগারেটের ধোঁয়া, অ্যালার্জেন, কিছু নির্দিষ্ট কাপড়, ঘাম, আবহাওয়ার পরিবর্তন, মানসিক চাপ, খাদ্য অ্যালার্জি, শ্বাসযন্ত্রের কিছু সংক্রমণ এবং পশুপাখির লোম।

একজিমার লক্ষণ
হেলথলাইন জানায়, একজিমার সবচেয়ে সাধারণ উপসর্গ হল চুলকানি, শুষ্কতা, রুক্ষ, খসখসে, লালচে ও প্রদাহযুক্ত ত্বক। এছাড়াও তীব্র চুলকানি, লাল বা বাদামি দাগ, ছোট উঁচু গুটি, আঁশযুক্ত ত্বক এবং ব্যথাযুক্ত অনুভূতিও হতে পারে।

যে কেউ এসব উপসর্গ অনুভব করলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ একজিমা সহজেই বেড়ে যেতে পারে এবং এর পিছনে উপরে উল্লেখ করা কারণগুলি প্রভাব ফেলতে পারে।

ভূমি বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন অভিনয় দক্ষতা এবং সাহসী চরিত্র নির্বাচনের মাধ্যমে। তিনি ২০১৫ সালে ‘দম লাগা কে হাইশা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি এক স্থূলকায়  নারীর চরিত্রে তাঁর অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর একের পর এক ছবিতে ভিন্নধর্মী চরিত্রে কাজ করে তিনি প্রমাণ করেছেন যে বিষয়ভিত্তিক ছবিতে তিনি ভরসার নাম।

ভূমিকে দেখা গিয়েছে ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘সোনচিড়িয়া’, ‘বালা’, ‘সান্ড কি আঁখ’ এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতে। প্রতিটি চরিত্রে তিনি সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, কখনও শরীর নিয়ে সমাজের কটাক্ষ, কখনও নারীর অধিকার, আবার কখনও গ্রামীণ ভারতের বাস্তব সমস্যা। পাশাপাশি নিজের জীবনের নানা দিক নিয়েও আগাগোড়াই খোলাখুলি কথা বলেছেন নায়িকা। ত্বকের সমস্যা নিয়েও তাই কোনও লুকোছাপা করেননি তিনি।