আজকাল ওয়েবডেস্ক: বহুমাত্রিক অভিনেতা হিসাবে নিজেকে ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা করে ফেলেছেন রাজকুমার রাও। এ বার তাঁকে দেখা যাবে গ্যাংস্টার ছবি 'মালিক'-এ। শনিবার নিজেই ইন্সটাগ্রামে ছবিমুক্তির তারিখ প্রকাশ করেছেন অভিনেতা। শুধু রাজকুমার নন, ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মানুষি চিল্লারও। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পুলকিত। এর আগে 'বোস ডেড অর অ্যালাইভ' সিরিজে পুলকিতের পরিচালনায় কাজ করেছিলেন রাজকুমার।

ইন্সটাগ্রামে ছবির একটি পোস্টার তুলে ধরেছেন রাজকুমার। অভিনেতার ভাগ করে নেওয়া ওই পোস্টারে দেখা যাচ্ছে, একটি পুলিশ জিপের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে বন্দুক। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে তাঁর অভিনীত চরিত্রের গভীরতার। পোস্টারটির ক্যাপশনে নিজের ইন্সটাগ্রামে রাজকুমার লিখেছেন, "পুরো প্রদেশ এবং দেশের উপর রাজত্ব করতে আসছে মালিক" পোস্টারেই লেখা রয়েছে ছবি মুক্তির তারিখ - ২০ জুন।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে ছবিতে রাজকুমার রাওয়ের মেন্টর তথা গুরুর ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে। তবে বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে মুখ খোলেননি ছবির নির্মাতারা। ছবির বড় অংশের শুটিং হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। ছবিতে যাতে তাঁকে পেশীবহুল দেখায় তার জন্য আলাদা করে শরীরচর্চায় মন দিয়েছেন রাজকুমার।