সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই খবর এসেছিল এবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। প্রথমে একটি অ্যাকশন ছবিতে কাজ করার কথা থাকলেও এখন একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি নিয়ে আসছেন তাঁরা। ছবির নাম 'পরম সুন্দরী'। পরিচালনার দায়িত্বে থাকবেন তুষার জলোটা।
প্রথমবার পর্দায় জাহ্নবীর সঙ্গে রোম্যান্স প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, "আমি সত্যিই খুব উত্তেজিত। অনেকদিন পর ফের রোমান্টিক ছবিতে ফিরছি। গল্প এবং সহ অভিনেত্রী সবই পছন্দের। আমিও দর্শকের মতোই পর্দায় আমাদের জুটিকে কেমন লাগবে, তা দেখার জন্য উৎসাহিত।"
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিতে সিদ্ধার্থকে একজন দিল্লির ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, জাহ্নবীর চরিত্রটি এক দক্ষিণী ভারতীয়র যে পেশায় শিল্পী। দু'টি মানুষ পরস্পরের থেকে সম্পূর্ণ ভিন্ন। রুচিবোধ থেকে মানসিকতায়। সেই দু'জন মানুষ কীভাবে পরস্পরের প্রেমে পড়ল তা নিয়েই এই ছবি।
'পরম সুন্দরী'র প্রথম দফার আউটডোর শুটিং হবে দিল্লিতে এবং দ্বিতীয় দফা হবে কেরলে। ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। মুম্বইয়ের একটি নামী স্টুডিওতে শুরু হয়েছে সিদ্ধার্থ ও জাহ্নবীর বাড়ির আলাদা আলাদা সেট তৈরির কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে 'পরম সুন্দরী'র শুটিং।
