সংবাদসংস্থা মুম্বই: শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর জুটি ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে।
স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া হরর কমেডি ছবি 'স্ত্রী ২' মাত্র তিনে দিনে প্রায় ২০০ কোটি আয় করেছে।
শুধু তাই নয়, দর্শক থেকে সমালোচক মহলে পেয়েছে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া।
শ্রদ্ধা-রাজকুমারের কাছে একেবারে ধরশায়ী হয়েছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, জন আব্রাহামের মতো তারকারা। 'স্ত্রী ২'-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয়-তাপসীর 'খেল খেল মে' এবং জন আব্রাহামের 'বেদা'। দুটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
এরইমধ্যে শ্রদ্ধা ভক্তদের জন্য এল আরও বড় সুখবর। শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের বিপরীতে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, হৃত্বিকের কেরিয়ারের মাইলফলক 'কৃষ' সিরিজের নতুন ছবি 'কৃষ ৪'-এ থাকছেন শ্রদ্ধা কাপুর। কল্পবিজ্ঞানের এই অ্যাকশন ড্রামায় প্রথমবারের একসঙ্গে কাজ করতে চলেছেন হৃত্বিক আর শ্রদ্ধা। এর আগে হৃত্বিকের কাজের প্রতি নিজের ভাললাগার কথা মুম্বই সংবাদ মাধ্যমের একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা মহল। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে শ্রদ্ধার সঙ্গে। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে ছবির।
