নিজস্ব সংবাদদাতা: প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছে 'কাকাবাবু' ও 'সন্তু'। ফের নতুন রহস্যের সমাধানে 'কাকাবাবু'র কিস্তিমাত দেখবেন দর্শক। পর্দায় আরও একবার 'কাকাবাবু'র ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। 'সন্তু' হচ্ছেন আরিয়ান ভৌমিক। তবে বদল ঘটছে ছবির পরিচালকের আসনে। এবারের কাহিনি 'বিজয়নগরের হিরে'।
পরিচালনায় চন্দ্রাশিস রায়, প্রযোজনায় 'এসভিএফ'। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে 'হামি'র 'ভুটু ভাইজান' ব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন অনুজয় চট্টোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য ও পূষণ দাশগুপ্ত।
ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। সূত্রের খবর, এবাবের গল্পের চমক হিসাবে থাকছেন রাজনন্দিনী পাল। গল্প তাঁকে দেখা যেতে চলেছে একেবারে ভিন্ন রূপে। গোয়েন্দা গল্পে যদিও এই প্রথম নয়, রাজনন্দিনীকে আগেও দেখা গিয়েছে টানটান থ্রিলারে। একেনবাবু সিরিজ 'পুরো পুরী একেন'-এর ধূসর চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
ওই সিরিজে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল রাজনন্দিনীকে। তবে এবার 'কাকাবাবু'র গল্পে কোন রহস্য বয়ে নিয়ে আসছেন তিনি, তা নিয়ে যদিও ধোঁয়াশা রয়েছে।
