দুই বন্ধু, অফিসের চাপে দু'জনেই নাজেহাল। একটু স্বাধীনতা ও শান্তি খুঁজে পাওয়ার আশায় নতুন কিছু শুরু করতে যায় তারা। কিন্তু সেখানে প্রতি পদে ঘটে বিপদ! এমন বিপাকে পড়ে তারা যে সামাল দিতে হিমসিম খেতে হয়। শেষমেশ কি সুখের ঠিকানা খুঁজে পাবে দুই ভুক্তভোগী বন্ধু? এই উত্তর নিয়ে আসছে নতুন সিরিজ 'প্লে অন'। দরশু ওটিটি অরিজিনালস-এর প্রথম গল্প হতে চলেছে এটি।
আসলে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে এসেছে আরও এক নতুন প্ল্যাটফর্ম, 'দরশু ওটিটি'। ইতিমধ্যেই টলি তারকাদের হাত ধরে শুভরম্ভ হয়েছে এই ওটিটির।
বেশ কয়েকটি সিরিজে জমে উঠেছে এই ওটিটি। তার নতুন সংযোজন এই 'প্লে অন'। পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। 'প্লে অন'-এর মুখ্য দুই বন্ধুর চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্য ও সায়ন মুখোপাধ্যায়কে। রোহন ও সায়ন ছাড়াও এই কমেডি সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে সৈরিতি বন্দ্যোপাধ্যায়, নেহা আমনদীপ সহ আরও বেশ কিছু পরিচিত মুখকে।
আরও পড়ুন: মা কোয়েলের কোলে বসে দাদা কবীরকে ফোঁটা দিল একরত্তি কাব্য, মল্লিক বাড়ির ভাইফোঁটায় আর কী কী হল?
ভরপুর কমেডির মিশেলে সিরিজের পরিচালনা করেছেন অরিন্দম চক্রবর্তী। তাঁর পরিচালনা এর আগে দর্শক বড়পর্দায় দেখেছেন। এদিকে, কমেডি ঘরানায় এর আগেও বহুবার মন জয় করেছেন রোহন ভট্টাচার্য। সিরিজ থেকে শুরু করে ধারাবাহিকে তাঁর কমিক টাইমিং নজর কেড়েছে দর্শকের। এই ঘরানায় প্রথম কাজ করতে চলেছেন সায়ন। তবে অফস্ক্রিনে রোহন-সায়ন ভাল বন্ধু বলেই পরিচিত, তাই সেই রেশ পর্দাতেও দারুণ কাজ করেছে বলে খবর।
জানা যাচ্ছে, পুজোর আগেই শেষ হয়েছে এই সিরিজের শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই দরশুতে মুক্তি পাবে এই সিরিজটি।
প্রসঙ্গত, রোহনকে দর্শক যেমন বড়পর্দায় বিভিন্ন চরিত্রে দেখছেন, তেমনই ওটিটিতেও সমানতালে কাজ করতে দেখছেন। এর মাঝে বলিউডের ছবিতেও অভিনয় করেছেন রোহন। মাঝে তাঁর ছোটপর্দায় ফেরার গুঞ্জন শোনা গেলেও, নিজেই সেই গুজব এড়িয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, এই মুহূর্তে ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন না। অন্যদিকে, সায়ন ছোটপর্দার পরিচিত মুখ। বিভিন্ন চরিত্রে অনুরাগী মহলে নিজের জায়গা পাকা করেছেন অভিনেতা। পর্দার বাইরে দুই অভিনেতার বন্ধুত্ব নাকি দারুণ। এবার কমেডির মিশেলে দুই বন্ধুর গল্প কোন দিকে মোড় নেবে সেটাই দেখার।
