ছোটপর্দায় একসঙ্গে ফিরছেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। ধারাবাহিকে দুই বোনের চরিত্রে দেখা যাবে তাঁদের। দুই ভিন্ন মেরুর মতাদর্শের দুই বোনের কাহিনি নিয়ে আসছেন সুশান্ত দাসের টেন্ট সিনেমা প্রযোজনা সংস্থা। এই গল্পে নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা অভিষেক বীর শর্মাকে। গল্পে শ্রুতির চরিত্রের নাম 'নিশা', আরাত্রিকার চরিত্রের নাম হল 'উজি'। অন্যদিকে, দুই বোনের নায়ক অভিষেকের চরিত্রের নাম 'সিদ্ধার্থ'। যদিও আরও একজন নায়কের থাকার কথা রয়েছে এই ধারাবাহিকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুটিং। খুব তাড়াতাড়ি পর্দায় দেখা যেতে চলেছে নতুন মেগার নতুন প্রোমো।

 

গল্পে যে কোনও উপায়ে উপার্জন করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে নিশা। অন্যদিকে, তার বোন উজি আদর্শে বিশ্বাসী। সে চায় শিক্ষার দ্বারা সম্মান লাভ করতে। এই ভিন্ন মতের কারণেই তৈরি হয় দুই বোনের মাঝে বিভেদ। এই মতবিরোধ নিশা ও উজিকে কোন দিকে নিয়ে যাবে? সেই গল্পই বলবে এই ধারাবাহিক। 

 

আরও পড়ুন: 'তুই আমার হিরো'তে এবার জোড়া ভিলেন! শাক্য-আরশির কপালে কোন দুঃখ নাচছে? কী হতে চলেছে মেগার আগামী পর্বে?


দর্শক শ্রুতিকে শেষবার ছোটপর্দায় দেখেছিলেন, জি বাংলার 'রাঙা বউ' ধারাবাহিকে। চলতি বছরেই বড়পর্দায় পা রাখেন শ্রুতি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-এ বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ 'ডাইনি' ওয়েব সিরিজে অভিনয় করে সকলের মন ফের জয় করেছেন শ্রুতি। সম্প্রতি মাইক্রো ড্রামা 'ছায়াসঙ্গী'-তেও তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আগামীতে শ্রুতিকে দেখা যেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ। 

 

অন্যদিকে, আরাত্রিকাকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা'য় 'রাই'-এর চরিত্রে। ওই ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আরাত্রিকা কাজ করেছেন 'লহ গৌরাঙ্গ' ছবিতে। 

 

জানা যাচ্ছে, আসন্ন এই ধারাবাহিকে আরাত্রিকার চরিত্রটি প্রাণোচ্ছল। যা তাঁকে 'মিঠিঝোরা'র 'রাই'-এর চরিত্রটির ইমেজ ভাঙতে সাহায্য করবে। অন্যদিকে, সদ্য স্টার জলসায় শেষ হয়েছে 'বুলেট সরোজিনী'র পথ চলা। এই মেগার মুখ্য চরিত্রে দর্শক দেখেছিলেন অভিষেককে। একেবারেই বিরতি না নিয়ে এবার জি বাংলার পর্দায় কাজ শুরু করছেন অভিনেতা।

 

তিনজনের কেমিস্ট্রি দর্শকের কেমন লাগবে, এখন সেটাই দেখার। বরাবরই শ্রুতি এবং আরাত্রিকা দর্শকের কাছে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। এতদিন শ্রুতির ছোটপর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অন্যদিকে, আরাত্রিকাকেও দর্শক বিভিন্ন চরিত্রে দেখে বরাবরই প্রশংসা করেছেন। তাই একসঙ্গে দুই পছন্দের নায়িকার ফেরার খবরে দারুণ খুশি সিরিয়ালপ্রেমীরা।