নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের মন আগেই জয় করেছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তবে ইতিবাচক চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'তে। আগামীতে আসছে নতুন কাজ। সেই আভাস সমাজমাধ্যমে দিয়ে দিলেন আয়েন্দ্রী। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ডাবিং রুমে রয়েছেন অভিনেত্রী। কীসের ডাবিং করছেন তিনি? তবে কি ছোটপর্দা পেরিয়ে এবার বড়পর্দায় পা রাখলেন আয়েন্দ্রী?
টলিপাড়ার অন্দরের খবর এমনটাই। টলিউডের বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বছরখানেক ধরে ফেডারেশন সংক্রান্ত নানা জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার। সেসব এখন অতীত। নিটোল ত্রিকোণ প্রেমের ছবি তৈরিতে হাত দিয়েছেন ‘কিশমিশ’ ছবিখ্যাত এই পরিচালক। ছবির নাম ‘মন মানে না’। ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়-কে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে আয়েন্দ্রীকে।
ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার চরিত্রে এবার নজর কাড়তে চলেছেন তিনি। কীভাবে তাঁদের প্রেম হয়, তারপর কীভাবে হয় বিচ্ছেদ? সবটাই দেখা যাবে গল্পে। এমনকী তাঁদের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হবে মজার মোড়। দর্শকের কাছে বিনোদনের রসদ হয়ে উঠবে ছবির এই অংশ, জানা যাচ্ছে এমনটাই। যদিও এই প্রথমবার আয়েন্দ্রীর বড়পর্দায় কাজ নয়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ওপার বাংলার ছবি 'নোলক'। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শাকিব খান। এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পৌঁছেছিলেন আয়েন্দ্রী। তবে টলিউডের বড়পর্দায় এটাই প্রথম কাজ তাঁর।
