২০১৯ সালে 'ত্রিনয়নী' ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় হাতেখড়ি হয় শ্রুতি দাসের। এরপর তাঁকে দেখা যায় 'দেশের মাটি'-তে নোয়া চরিত্রে। এরপর মাঝে কিছুদিন সময়টা একটু কঠিন হলেও, 'রাঙা বউ' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ফিরে ফের সকলের মন জয় করেন অভিনেত্রী। কেরিয়ারের অনিশ্চয়তা নিয়ে একাধিকবার আবেগঘন পোস্ট করেছেন টেলি নায়িকা।

 

 

ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড়পর্দায় কাজ করেছেন অভিনেত্রী। তবে টেলিভিশনের পর্দা থেকে বহু বছর ধরে দূরে রয়েছেন তিনি। সুযোগ যে একেবারেই আসেনি তা নয়, সুযোগ এলেও কখনও মনের মতো চরিত্র পাননি শ্রুতি, কখনও আবার হাতছাড়া হয়েছে প্রজেক্ট। তবে ছোটপর্দার মাধ্যমে যে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি, তাই এই মাধ্যমে ফিরতে চেয়েছিলেন বরাবরই। 

 

আরও পড়ুন: অকাল বোধনে 'মহাদেব' হচ্ছেন সম্রাট মুখোপাধ্যায়! মহালয়ার ভোরে কোন চ্যানেলে দেখা যাবে অভিনেতাকে?

 

শ্রুতিকে আবার ছোটপর্দায় দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরাও। এবার বোধহয়, অপেক্ষার অবসান হতে চলেছে। সূত্রের খবর, টেলিভিশনে ফিরছেন শ্রুতি দাস। এই খবর এখন ঘুরছে টলিপাড়ায়। কিন্তু কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে? অভিনেত্রীকে দর্শক শেষবার ছোটপর্দায় দেখেছিলেন, জি বাংলার 'রাঙা বউ' ধারাবাহিকে। শোনা যাচ্ছে, আবারও জি বাংলাতেই ফিরছেন শ্রুতি। তবে তাঁর বিপরীতে কোন নায়ককে দেখা যেতে চলেছে তা এখনও জানা যায়নি। তবে টলিপাড়ার কানাঘুষো, কোনও পরিচিত মুখকেই দেখা যাবে শ্রুতির বিপরীতে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

 

চলতি বছরেই বড়পর্দায় পা রাখেন শ্রুতি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-এ বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ 'ডাইনি' ওয়েব সিরিজে অভিনয় করে সকলের মন ফের জয় করেছেন শ্রুতি। সম্প্রতি মাইক্রো ড্রামা 'ছায়াসঙ্গী'-তেও তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আগামীতে শ্রুতিকে দেখা যেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ। 

 


প্রসঙ্গত, জি বাংলায় আসছে আরও নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই সামনে এসেছে আরও এক নতুন মেগা 'কনে দেখা আলো'র ঝলক। এই ধারাবাহিকে দুটি জুটিকে দেখতে পাবেন দর্শক।‌ সোমরাজ মাইতি-নন্দিনী দত্ত ও মৈনাক ঢোল-সাইনা চট্টোপাধ্যায় থাকছেন দুই জুটি হিসেবে। গল্পের মোড়ে বদলে যাবে জুটির সমীকরণ। কোন খাতে বইবে চারজনের জীবন? সেই গল্পই ফুটে উঠবে ধারাবাহিকে। 

 

 

অন্যদিকে, জি-এর আরও দুটি চ্যানেল আসছে। একটি জি বাংলাসোনার ও অন্যটি জি পাওয়ার। জি বাংলাসোনার-এও দেখা যাবে নিত্য নতুন ধারাবাহিক থেকে শুরু করে নন ফিকশন শো। এছাড়াও থাকবে বাংলা ছবির বিশাল সমাহার। আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই চ্যানেলটি। জি বাংলা সোনার-এর প্রোগ্রামিং লাইনআপে থাকছে তিনটি ফিকশন শো-'বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম', 'শ্রীমান ভগবান দাস' এবং 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল'। পাশাপাশি থাকছে চারটি নন-ফিকশন শো '১০ দিনে ১০ লাখ', 'সোনার জলসাঘর', 'আক্কেল গুডুম' এবং একটি সঙ্গীতভিত্তিক ভোরের শো 'সোনার সকাল'। জি বাংলা সোনার-এর রয়েছে দুর্দান্ত সিনেমার সংগ্রহশালা, যেখানে প্রতিদিন সম্প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র। এছাড়াও, এই চ্যানেল বাংলা ব্লকবাস্টার সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে দর্শককে।