সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
মায়ের মতোই খ্যাতি পাবে দীপিকার মেয়ে
রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বরাবরই কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন রণবীর সিং। এবার স্বপ্নপূর হল দীপিকা-রণবীরের। শিশুর জন্মের পরেই প্রকাশ্যে এল একরত্তির রাশিচক্র। কন্যা রাশির জাতিকা সে। ন্যায়, বুদ্ধি, সংস্কার সবসময় সঙ্গে থাকবে। সেই সঙ্গে মায়ের মতোই প্রভাবশালী হবে। এবং জগৎজোড়া খ্যাতি অর্জন করবে।
বনি কাপুরকে তলব ফারদিনের
'নো এন্ট্রি' ছবিতে ফারদিন খানের চরিত্রটি আইকনিক। কিন্তু বনি কাপুর পরিচালিত 'নো এন্ট্রি ২' ছবিতে দেখা যাবে না অভিনেতাকে। এই প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এর উত্তর একমাত্র বনি কাপুর দিতে পারবেন। ওঁকে ডাকুন।" প্রসঙ্গত, নতুন এই সিক্যুয়েলে দেখা যাবে নতুন অভিনেতাদের। এমনকী আগের গল্পের সঙ্গে মিল নাও থাকতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।
শ্রদ্ধার অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন পরিচালক
'জিগরা' পরিচালক ভাসান বালা 'স্ত্রী ২'-এর প্রশংসা করার সময় সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা কাপুরের নামটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন। এর ফলে বেশ কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি, 'জিগরা'র টিজার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে শ্রদ্ধা প্রশংসা জানানোয় ওই পোস্ট নিজে ভাগ করে পরিচালক শ্রদ্ধা কাপুরকে ধন্যবাদ এবং 'স্ত্রী ২' সাফল্যের জন্য অভিনন্দন এবং সবশেষে অভিনেত্রীর অনুরাগীদের কাছ থেকে ক্ষমাও চেয়েছেন।
