সংবাদসংস্থা মুম্বই: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর হাজতবাস করতে হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। কিন্তু তারপরেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁর পডকাস্টের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। কাজে ফেরার সঙ্গে সঙ্গে আবারও বিপাকে অভিনেত্রী। জালিয়াতির অভিযোগে তাঁকে সমন পাঠাল দিল্লি পুলিশ। একটি অ্যাপ থেকে মূলত সমস্যার শুরু। গ্রাহকেরা সেই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ।
আসলে ওই অ্যাপের মুখ হলেন রিয়া। সেই অ্যাপের হয়ে তিনি প্রচারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। অর্থ বিনিয়োগ সংক্রান্ত সেই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা। এই অভিযোগেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।
তবে এবার শুধু তিনি নন। বিপাকে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ এলভিশ যাদবকেও। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অসংখ্য ব্যবহরকারীর তরফে অভিযোগ পেয়েই এই পদক্ষেপ দিল্লি পুলিশের।
জানা যাচ্ছে, প্রথমে এই অ্যাপে বিনিয়োগ করলে পরিমাণে কয়েক গুণ বেশি টাকা ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা খোয়া গিয়েছে ব্যাবহারকারীদের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম চালু হয় এই অ্যাপটি। তারপর থেকেই বিপুল প্রভাব বিস্তার করে নেট মাধ্যমে। এবার এই অ্যাপের জালিয়াতির জালেই জড়ালেন তারকারা।
