নিজস্ব সংবাদদাতা: দুই দক্ষিণী নায়ক-নায়িকার জোর তর্জা সামাজিক মাধ্যমে। নয়নতারা ও ধনুশের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। ধনুশের উদ্যেশ্যে সামাজিক মাধ্যমের পাতায় চিঠি লিখেছিলেন নয়নতারা।
ওই চিঠিতে অভিনেত্রী উল্লেখ করেছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা অভিনেত্রীর তথ্যচিত্র 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল'-এ একটি নির্দিষ্ট ছবির ফুটেজ, গান ইত্যাদি ব্যবহারের জন্য ধনুশের কাছে অনুমতি চান অভিনেত্রী। কিন্তু বারবার তা খারিজ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন নয়নতারা।
২০১৫ সালে মুক্তি পায় 'নানুম রাউডি ধান' নামক ছবি, যেখানে অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুশ। সেই ছবি থেকে ৩ সেকেন্ডের ফুটেজ অভিনেত্রী নিজের তথ্যচিত্রের ট্রেলারে ব্যবহার করায় ধনুশ আইনি নোটিস পাঠিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বলে অভিযোগ তোলেন নয়নতারা।
ওই চিঠিতে অভিনেত্রী উল্লেখ করেন, তাঁর আসন্ন তথ্যচিত্রে ওই নির্দিষ্ট সিনেমার কিছু ছবি, দৃশ্য, গান বা ভিডিয়ো ব্যবহার করতে চান। কিন্তু ছবির প্রযোজক হিসেবে ধনুশের কাছে অনুমতি চেয়ে অভিনেত্রী অনুরোধ জানালেও বারবার নাকি খারিজ করেছেন অভিনেতা।
ওই চিঠিতে নয়নতারা ধনুশের দিকে কটাক্ষের আঙুল তুলে জানান, ব্যক্তিগত শত্রুতার কারণেই এমনটা করছেন অভিনেতা। নিজেদের মধ্যে একে অপরকে আক্রমণ করার প্রবণতা যাতে কমান ধনুশ, এমন কথাও বলেছেন নয়নতারা। অভিনেত্রীর মতে, তাঁর সফলতা সহ্য করতে না পেরে এমন কাজ করেছেন ধনুশ। ওই চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এই বিষয়ে আলোচনা বেড়েছিল নেটিজেনদের মধ্যে।
এবার ধনুশের আইনজীবীর পক্ষ থেকে চিঠি গেল নয়নতারার আইনজীবীর কাছে। তিনি জানান, ধনুশ 'নানুম রাউডি ধান' ছবির প্রযোজক ছিলেন। তাঁর অনুমতি ছাড়া ছবির দৃশ্য ব্যবহার করা অনুচিত। ২৪ ঘন্টার মধ্যে যদি তথ্যচিত্র থেকে ওই ছবির দৃশ্য সরানো না হয়, তাহলে ১০ কোটির মামলা দায়ের করা হবে নয়নতারা ও 'নেটফ্লিক্স'-এর বিরুদ্ধে। এখনও পর্যন্ত এই আইনি চিঠির জবাবে মুখ খোলেননি নয়নতারা।
