সংবাদসংস্থা মুম্বই: সলমনের 'সিকান্দর' নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি মুক্তি পাওয়া 'জোহরা জাবিন' গানটির ভিডিওতে সলমন খানের লুক এবং নাচের সঙ্গে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ছবি 'প্রিয়তমা'র 'কুরবানি কুরবানি' গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। দুই গানে সলমন খান ও শাকিব খানের পোশাক ও নাচেও মিল পাওয়া গিয়েছে মনে দাবি নেটিজেনদের।
যদিও সলমন খানের ভক্তরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও, অনেক নেটিজেন বলিউডের সৃষ্টিশীলতার অভাব নিয়ে সমালোচনা করছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, "কী দিন আসল, এখন বাংলাদেশিকেও নকল করতে হচ্ছে।" অন্য একজন ব্যঙ্গ করে লিখেছেন, "বাহ! ভাইজান তো বাংলাদেশি সিনেমা অনেক দেখেন, তাই না?"
'সিকান্দর'-এর পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। ছবিতে 'ভাইজান'-এর বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়াল। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
প্রসঙ্গত, এর আগেও 'সিকন্দার' ছবির পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত 'মিসেস সিরিয়াল কিলার' ছবির পোস্টারের নকশা হুবহু নকল করা হয়েছে। সেই পোস্টারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে হাতে ধারালো অস্ত্র নিয়ে রাগান্বিত ভঙ্গিমায় দেখা গিয়েছিল। 'সিকন্দার'-এর পোস্টারেও সলমনের একইরকম লুক দেখেও সমালোচনা শুরু হয়েছিল নেটপাড়ায়।
