আগামী ৬ নভেম্বর থেকে এক সপ্তাহ অর্থাৎ ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত মঙ্গলবার রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছিল এক সাংবাদিক সম্মেলন। সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী, জয়দীপ রায় (পোলান্ডের প্রতিনিধি)। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন জুড়ে চলবে এই উৎসব।
জানা যাচ্ছে, এবারের ট্যাগলাইন হল চলচ্চিত্র মেলায় বিশ্ব। ফোকাস কান্ট্রি হল পোল্যান্ড। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানা গিয়েছিল এ বছর উদ্বোধনী মঞ্চে থাকছেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি। এবার জানা যাচ্ছে, থাকতে পারেন পরিচালক সুজয় ঘোষ ও বর্ষীয়ান শিল্পী আরতি মুখোপাধ্যায়। আগে শাহরুখ খানকে প্রতিবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যেত। তবে গত বছরেও তিনি ছিলেন না। আর এ বছরও থাকছেন না 'কিং খান'।
প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা যাবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। উদ্বোধনের দিন সঞ্চালনার দায়িত্বে থাকবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া।
এই ফিল্ম ফেস্টিভ্যালে এবারে মোট ১৮৫ ফিচার ফিল্ম, ৩০টা শর্ট ফিল্ম, ৩৫ শর্ট ফিল্ম ডকু ফিল্ম দেখানো হবে৷ ১৮ টি ভারতীয় ভাষায় ও ৩৯ টি বিদেশি ভাষার ছবি জায়গা পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে৷ এবার চলচ্চিত্র উৎসবে মোট ১ হাজার ৮২৭ টি সিনেমা এন্টি নিয়েছিল৷ ৩৯টি দেশের ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে৷
প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। আলোচনায় থাকবে লোকগান, সিনেমার গান, সিনেমায় রাগাশ্রয়ী গান, সিনেমায় রবীন্দ্র সঙ্গীত, পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর একতারা মঞ্চে বসবে এই গানের আড্ডা ৷
বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে 'কম্পি', 'পিঞ্জর', 'গেট আপ কিংশুক', পরিচালক ঋত্বিক ঘটকের 'কোমল গান্ধার', 'বাড়ি থেকে পালিয়ে', 'সুবর্ণরেখা'- সহ আরও বেশ কিছু সিনেমা থাকছে এই বিভাগে ৷ অন্যদিকে, এই বছরের ফিল্ম ফেস্টে উদযাপিত হবে 'শোলে' সিনেমার ৫০ বছর পূর্তি।
