বলিউড অভিনেত্রী শেট্টির স্বামীর স্বামী রাজ কুন্দ্রার নাম আবারও শিরোনামে। ইডি সম্প্রতি আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, সেখানে কুন্দ্রাকে ২৮৫টি বিটকয়েনের প্রকৃত মালিক বলে দাবি করা হয়েছে। এই বিপুল পরিমাণ ডিজিটাল মুদ্রার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা। অভিযোগ অনুযায়ী, তিনি কেবল মধ্যস্থতাকারী ছিলেন না, বরং নিজের স্বার্থে এই বিটকয়েন গোপন করে রেখেছিলেন।
ইডির তদন্তে দেখা যায়, রাজ কুন্দ্রা এই সম্পদের উৎস ইচ্ছাকৃতভাবে আড়াল করেছেন। তিনি কোনোদিনই ডিজিটাল ওয়ালেটের ঠিকানা দেননি, বা বিটকয়েনের হিসাব আদালতের সামনে উপস্থাপন করেননি। একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি সন্তোষজনক জবাব দেননি। তদন্তকারী সংস্থার মতে, কুন্দ্রা ইচ্ছে করেই এই সম্পদ গোপন করেছিলেন, যাতে অবৈধ আয়ের প্রমাণ নষ্ট হয়।
এই ঘটনার সূত্রপাত কুখ্যাত ক্রিপ্টোকারেন্সি পঞ্জি কেলেঙ্কারি থেকে। ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামক সংস্থা এবং অমিত ভরদ্বাজ নামের এক ব্যবসায়ীর সঙ্গে কুন্দ্রার যোগাযোগ ছিল। অভিযোগ, কুন্দ্রা ভরদ্বাজের কাছ থেকে এই বিপুল সংখ্যক বিটকয়েন পেয়েছিলেন। মূল পরিকল্পনা ছিল ইউক্রেনে একটি বিটকয়েন খনির প্রকল্প তৈরি করা। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হলেও কুন্দ্রার দখলেই থেকে যায় এই বিটকয়েনগুলো।

অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, রাজ কুন্দ্রা তাঁর স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে এক আর্থিক লেনদেন করেছিলেন। সেখানে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল। তদন্তকারীরা মনে করছেন, এই কৌশলের উদ্দেশ্য ছিল অপরাধমূলক আয়ের উৎস আড়াল করা এবং অবৈধ অর্থকে বৈধ হিসেবে দেখানো। ফলে তদন্তে শিল্পার নামও পরোক্ষভাবে উঠে এসেছে, যা বলিউড মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে।
রাজ কুন্দ্রার জীবনে বিতর্ক নতুন নয়। আগে আইপিএলে বাজি কেলেঙ্কারি, পর্নগ্রাফি কনটেন্ট বিতরণ ইত্যাদি ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। প্রতিবারই তিনি অভিযোগ অস্বীকার করেছেন, তবে নতুন করে একের পর এক মামলায় তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগ তাঁর বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়িয়ে দিল।
বিশেষজ্ঞরা বলছেন, এই মামলা শুধু কুন্দ্রা ও শিল্পার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না, ভারতের ক্রিপ্টোকারেন্সি বাজারেও এর ছায়া পড়তে পারে। দেশে এখনও বিটকয়েন লেনদেন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। তাই এ ধরনের কেলেঙ্কারি বিনিয়োগকারীর আস্থা কমিয়ে দিতে পারে এবং ভবিষ্যতে সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের পথ খুলে দিতে পারে।
