বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর আবারও আলোচনায়। তবে এবার তাঁর সঙ্গীত নয়, বরং ব্যক্তিগত জীবনকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মোনালি ঠাকুর নাকি স্বামী মাইক রিখটার–এর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন। ২০১৭ সালে চুপিচুপি বিয়ে সারেন গায়িকা মোনালি ঠাকুর। হোটেল ব্যবসায়ীর মাইকের সঙ্গে ভালই চলছিল তাঁর সংসার।

 


সম্প্রতি দেখা গিয়েছে, মোনালি ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন। শুধু তাই নয়, নিজের প্রোফাইল থেকে তিনি মাইকের সঙ্গে তোলা প্রায় সব ছবি মুছে ফেলেছেন। অন্যদিকে, মাইকও তাঁকে আনফলো করেছেন এবং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই আচরণই দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে ধরে নিয়েছেন অনুরাগীরা।

 

এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, “গত কয়েক বছরে তাঁদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। দূরত্ব বেড়ে গিয়েছে, আর সেটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মোনালী এখন হয়তো সময় বুঝে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন।”

 


২০১৭ সালে গোপনে বিয়ে করেছিলেন মোনালি ও মাইক। মুম্বইতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হলেও ২০২০ সালে গান প্রকাশের মাধ্যমে সম্পর্কের কথা জানিয়ে দেন গায়িকা। সে সময় তিনি বলেছিলেন, তাঁদের বিয়ে ছিল একেবারেই সহজ, বাস্তব আর অনাড়ম্বর। সেই সময় মাইকও মোনালির একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন।

 

আরও পড়ুন: 'এ যেন অবিকল স্মিতা পাটিল!' সুস্মিতা সেনের মেয়ে রেনের ছবি দেখে তাজ্জব নেটপাড়া, কীভাবে সম্ভব এতটা মিল?

 

কিন্তু বর্তমানে তাঁদের আচরণে একেবারেই অন্য রূপ ধরা পড়ছে। না মোনালি, না মাইক—কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দূরত্ব এবং পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করা দেখে ভক্তরা প্রায় নিশ্চিত, সম্পর্ক ভালো নেই।

 


বলিউডের একাংশ মনে করছে, ভিন্ন দেশে থাকা এবং কাজের চাপের কারণে তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দূরত্বপূর্ণ দাম্পত্য অনেক সময় ভাঙনের দিকে ঠেলে দেয়। মোনালি যেহেতু সঙ্গীতের কারণে বেশিরভাগ সময় ভারতে থাকেন আর মাইক ব্যবসার কারণে সুইজারল্যান্ডে—তাই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল বলেই অনুমান।

 

আরও পড়ুন: প্রথম দেখাতেই ছেলে রণবীরের জন্য আলিয়াকে পছন্দ করেছিলেন ঋষি? জন্মবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ অভিনেত্রীর

 


যদিও ভক্তরা এখনও আশায় আছেন, হয়তো এই দূরত্ব সাময়িক। হয়তো আবার মিলিয়ে নিতে পারবেন তাঁরা। তবে আপাতত যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তা দেখে অনেকেই ভাবছেন—মোনালি ঠাকুর ও মাইক রিখটারের দাম্পত্য কি তবে সত্যিই ভাঙনের পথে? তবে এখনও পর্যন্ত দু'জনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত হয়নি।