নিজস্ব সংবাদদাতা: আতিউল ইসলামের পরিচালনায় এবার বড়পর্দায় ফুটে উঠবে বাস্তবের ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা। ছবির নাম 'দানব'। প্রকাশ্যে এল ছবির চরিত্রদের প্রথম ঝলক। ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও নবাগত পিয়ার খান।

 

 

থ্রিলারের মোড়কে তৈরি এই ছবিতে একজন নার্সের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে। অন্যদিকে নবাগত পিয়ার খানকে দেখা যাবে একজন মর্গের ডোমের চরিত্রে। রূপসার বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। তিনিও গ্রামের ডোমের চরিত্রে অভিনয় করছেন। 

 

 

পরিচালক আতিউল ইসলাম জানান "এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালবাসার জন্য কতকিছু বলিদান দিতে পারে সেই ছবি উঠে আসবে গল্পে। ছবিতে বেশ কয়েকটি গান থাকবে। ছবিটি মুক্তি পাবে 'মোহনা ফিল্মস'-এর ব্যানারে ৷ ইতিমধ্যে ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে।"

 

 

গল্পে শিবা মর্গের ডোমের কাজ করে। হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রেমিকা উমার মৃতদেহ আসে পোস্টমর্টেম-এর জন্য। কিন্তু সমাজের লোলুপ দৃষ্টি থেকে বাদ যায় না মৃত উমাও। মর্গেই ধর্ষিত হয় সে।‌ এই খবর জানতে পেরে এবার কী করবে শিবা? উত্তর মিলবে ছবির গল্পে। 

 

 

 

ছবিতে রূপসা-পিয়ার,খরাজ মুখোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়।