বিপ্লবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। এই খবর আগেই এসেছিল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। এবার শুরু হয়ে গেল জিৎ অভিনীত সেই ছবি ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’ সিনেমার শুটিং। কালীপুজোর দিন এই ছবির শুভ মুহুরত অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত রীতিনীতি মেনে পুজো সম্পন্ন করার পর শুরু হল ছবির কাজ।
এই বিশেষ দিনের বেশ কিছু মুহূর্ত তুলে ধরতে দেখা যায় জিৎকে। তাঁর পোস্টে দেখা যায় পরিচালকের সঙ্গে ছবির ক্ল্যাপারবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। তবে শুধু জিৎ একা নন, এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ছবির বাকি কলাকুশলীরা।অনুষ্ঠানে রজতাভ থেকে টোটা রায়চৌধুরী, উপস্থিত ছিলেন একাধিক গুণী ব্যক্তিত্বরা। এছাড়াও ছবি টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jeet (@jeet30)
পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে বিপ্লবী অনন্ত সিং- এর জীবনী। অনন্ত সিং- এর ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেতা জিৎকে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৫ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি।এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন জিৎ এবং টোটা রায় চৌধুরী। এই সিনেমায় দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করবেন টোটা। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর চরিত্রে অভিনয় করবেন তিনি।
শোনা যাচ্ছে, কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় হবে ছবির কাজ। এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর উপর। 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। এই ছবি সম্পর্কে পরিচালক পথিকৃৎ বলেছিলেন, "আমি ভীষণ উচ্ছ্বসিত যে টোটা রায়চৌধুরী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করছেন। টোটাদার বড় ভক্ত হিসেবে আমি সবসময়ই তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতিকে প্রশংসা করেছি। আর বহুদিন ধরে চেয়েছি তাঁকে একেবারে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। এই ছবিই সেই স্বপ্নকে সত্যি করছে।"