টিআরপিতে খেলা ঘুরল মাত্র এক সপ্তাহের মধ্যে। বিরাট চমক এবার প্রথম স্থানে। এবার নতুন, পুরনো সবাইকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিল জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণার গল্প শুরু থেকেই দর্শকের মন জয় করলেও এই প্রথমবার 'বাংলা সেরা'র খেতাব জিতল এই মেগা। এখন গল্পের টুইস্ট যেমন আছে, তেমনই এই ধারাবাহিকের পরতে পরতে রয়েছে রহস্য। তাই বরাবরই টানটান উত্তেজনা থাকে প্রতিটি পর্বে। সঙ্গে আর্য ও অপর্ণার কেমিস্ট্রি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১।
প্রথমবার 'টিআরপি টপার'-এর খেতাব জিতে কতটা উৎসাহিত নায়ক জিতু কামাল? সমাজমাধ্যমে নিজেই সেকথা জানালেন। জিতু লেখেন, 'সফলতা কখনওই আমাকে উত্তেজিত করে না। ব্যর্থতা/কুৎসা আমাকে ভেঙ্গে ফেলতেও পারেনি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী।চিরস্থায়ী হল, সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে। ধন্যবাদ শিবঠাকুর, ধন্যবাদ আমার ভগবান দর্শক, ধন্যবাদ ইউনিভার্স।'
অভিনেতা আরও লেখেন, 'নর্থ বেঙ্গল এর ভাই,বোন,মাদের কথাও ভাববেন। যে যেমনভাবে সাহায্য করে চলেছেন সেটা চালিয়ে যাবেন। আনন্দে গা ভাসিয়ে দেবেন না।'
আরও পড়ুন: বিরাট চমক দিল আর্য-অপর্ণা! চোখের নিমেষে টিআরপিতে খেলা ঘুরল, কে হল 'সেরার সেরা'?
এই পোস্টের মাধ্যমে জিতু বুঝিয়ে দিয়েছেন সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে তাঁর জীবনদর্শন কী! ধারাবাহিকের সফলতায় খুশির জোয়ারে ভেসেছেন দিতিপ্রিয়াও। সমাজমাধ্যমে 'অপর্ণা'র লুকের কয়েকটি ছবি ভাগ করে নায়িকা লেখেন, 'অপরেশন সাকসেসফুল! সেটে ফিরে আসতে আর কিছুদিন সময় লাগবে। তবে আপনাদের ভালবাসা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ। চিরদিনই তুমি যে আমার রেটিং চার্টে এখন শীর্ষস্থানে! এই টিআরপি ধরে রাখা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। আমাদের টিমের অভিনেতা ও কলাকুশলীদের জন্য এটা সম্ভব হয়েছে। এসভিএফ ও জি বাংলাকে বিশেষ ধন্যবাদ। দর্শকের ভালবাসা ছাড়া এটা কিছুতেই সম্ভব হত না।'
