বিতর্ক আপাতত সঙ্গী। তবু ময়দান ছাড়বেন না। একটি পোস্টেই তা স্পষ্ট করে দিলেন 'চিরদিনই তুমি যে আমার'-এর আর্য থুড়ি জিতু কমল। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরনে ছেদ পড়লেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখতে চান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক। শুক্রবার একটি ফেসবুক পোস্টে জিতু লেখেন, 'ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ,সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই। **প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। (আর্টিস্ট এর প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট ব্রিজ, সেটাও তো এখনও হয় নি) "চিরদিনই তুমি যে আমার” দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জি বাংলার পর্দায়।' (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)
জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বের কারণ ধারাবাহিকের গল্পে আনা হয়েছে নতুন মোড়। দেখানো হবে, ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়বে আর্য। সেই প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকমহল উদ্বিগ্ন। তা হলে কি ধারাবাহিক থেকে সরে যাবেন নায়ক? উঠছে প্রশ্ন।
আজকাল ডট ইন-কে জিতু বলেন, "আমি আমার প্রযোজক এবং চ্যানেলের কাছে দায়বদ্ধ। আমি কখনওই এমন একটি ধারাবাহিকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেব না। আমার মনে হয় এটা অত্যন্ত অপেশাদারিত্বের উদাহরণ। আমার খুব শরীর খারাপ না হলে বা বড় কিছু না হলে কখনওই এই সিদ্ধান্ত নেব না। আমি কোন এনওসি দিইনি। এবার বাকিটা আমার চ্যানেল এবং এসভিএফ প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটা যাই হোক না কেন আমি সেই ভাবে কাজ করব। আমি তো কল টাইম পেতে আগ্রহী এবং কালকে হয়তো শুটিং আছে, জানালেই আমি চলে যাব। খবরটা সঠিক না ভুল জানিনা, তবে আবারও বলছি চ্যানেল বা প্রযোজনা সংস্থা যা সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। তবে আমি কাজ করতে চাই।"

ইতিমধ্যেই নায়ক-নায়িকার বিতণ্ডা নিয়ে একটি মিটিং হয়েছে। কিন্তু এত বছর পর ধারাবাহিকে ফিরে এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে খানিক হতাশ জিতু।
পর্দার অপর্ণা-আর্যর মধ্যে ঠিক কী কারণে বিবাদ?
সোমবার রাতে একটি পোস্টে কোনও রকম নাম না করে দিতিপ্রিয়া জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই।
দিতিপ্রিয়ার অভিযোগের পরেই দর্শকমহলের একাংশের ক্ষোভের মুখে পড়েন জিতু। অভিনেতার চরিত্র নিয়েও ওঠে সওয়াল। তার জবাবেই দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে নিজের বক্তব্য জনসমক্ষে রেখেছেন। সেই পোস্টে অভিনেতা লেখেন ‘আমি সামনাসামনি কথা বলি না।সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না।সত্য কথা।আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা।কিন্তু,কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন।(নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।‘ (পোস্টদাতার বানান অপরিবর্তিত)
জিতু মনে করছেন, নিজে থেকে নয়। বরং কারও প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। নায়ক জানান, বয়সে নিছকই নায়িকার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। তবু যেন দ্বন্দ্ব মেটে না!
