নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের দুর্গাপুজো মানেই এখন মুখোপাধ্যায় বাড়ির পুজো। সারা বছর নায়ক-নায়িকাদের একে অপরের সঙ্গে দেখা না হলেও বলিপাড়ার তারকাদের দেখা পাওয়া যায় এই পুজোর চার দিনে। আর এই পুজোতেই একসঙ্গে দেখা যায় রানি মুখোপাধ্যায় এবং কাজলকে। প্রতিবছর পুজোর তত্ত্বাবধান করতে দেখা যায় কাজলকেই।

 

 

 

কিন্তু পুজো সামলাতে গিয়ে মাঝেমধ্যেই মেজাজ হারাচ্ছেন তিনি। কখনও আবার দেখা যাচ্ছে পুজো মণ্ডপে চেঁচামেচিও করছেন কাজল। অষ্টমীর দিন দর্শনার্থীদের উপর চিত্‍কার করতে দেখা যায় নায়িকাকে। ওই ভিডিও ফ্রেমবন্দি হতেই নিমেষে ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। আসলে দর্শনার্থীদের অনেকেই জুতো পরে মণ্ডপের ভিতর প্রবেশ করেছিলেন। যা দেখে খুবই রেগে যান কাজল। 

 

 

 

এমনকী এদিন স্বামী অজয় দেবগণের সঙ্গে ছবি তুলতে গিয়ে আরও এক কাণ্ড করে বসেন অভিনেত্রী। মন্ডপে অজয় আসতেই ছবি তুলতে দেখা যায় তাঁদের। কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে কাজল জোরে চিমটি কাটলেন অজয়ের হাতে। আসলে কাজলের কাঁধে হাত রেখে ক্যামেরার সামনে সঠিক পোজ দেওয়ার জন্যই কাজটি করেছেন অভিনেত্রী। কিন্তু এই মুহূর্তের ছবি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু নেট পাড়ায়।