নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ছয় বছর পর 'স্ত্রী'-এর সিক্যুয়েল এসেছে পর্দায়। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে 'স্ত্রী ২'। বক্স অফিস তো বটেই, সিনে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে এই হরর কমেডি ছবি। এবার সেই ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক করণ জোহার।
অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২' ঠিক কী কারণে সাফল্য পেয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়েই কথা বলেন করণ জোহর। সেখানে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক বলেন, ‘গল্প ভাল হলে যে কোনও ছবি যে সাফল্য পাবে তা আরও একবার প্রমাণ করল এই হরর-কমেডি ছবিটি। ভারতীয় ছবি আর মেনস্ট্রিম বলিউড ছবিকে উদ্যাপন করে এই ছবি। ছবির গল্পের বিনোদন যে দর্শকদের পছন্দ হয়েছে তা বক্স অফিস কালেকশন থেকেই স্পষ্ট।’ করণের কথায়, ‘গল্প বলার ধরন ভাল না হলে তা দর্শকদের আকৃ্ষ্ট করবে না। তা আমি নিজে ছবি তৈরি করতে গিয়েই দেখেছি। গল্প সব সময়ে এমন হতে হবে যা সাধারণ মানুষ মেলাতে করতে পারেন। এই ছবির ক্ষেত্রেও তাই হয়েছে।’
সিনে সমালোচকদের মতে, 'স্ত্রী ২' হিট হওয়ার আরেকটি কারণ হল ছবির দুর্দান্ত চিত্রনাট্য। এ ছবিতে যে ধরনের সিচুয়েশনাল কমেডি আছে, তা দারুণভাবে কাজ করেছে। সাধারণত সিক্যুয়েল বানাতে গিয়ে পোড় খাওয়া নির্মাতারাও গুলিয়ে পাকিয়ে ফেলেন। প্রথম সিনেমায় গল্পের যে ধার থাকে, দ্বিতীয় সিনেমায় বেশিরভাগ সময়ই তা খুঁজে পাওয়া যায় না। গল্পের গাঁথুনি মজবুত হয় না। তবে পরিচালক অমর কৌশিক এখানেই উতরে গেছেন। গল্পে নতুন রহস্য আর রোমাঞ্চকর সব বাঁকে দর্শকের মন জয় করেছেন তিনি।
রাজ কুমার বরবরই ভাল নেতা। এমনকী শ্রদ্ধা কাপুরের পারফরম্যান্সও 'স্ত্রী ২'-তে প্রশংসা পেয়েছে। তবে নেটিজেনরা অবশ্য পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির প্রশংসা করেছেন। তাঁদের অভিনয়ের অনেকের মনেই দাগ কেটেছে।
