টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
করিশ্মার দিল্লি-পাড়ি
৩০,০০০ কোটি টাকার সম্পত্তি ঘিরে প্রয়াত সঞ্জয় কাপুরের পরিবারের মধ্যে চলছে উত্তপ্ত বিবাদ। এর মধ্যেই ফের শিরোনামে করিশ্মা কাপুর। সম্প্রতি দিল্লি বিমানবন্দরে দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিয়ে হাজির হন অভিনেত্রী। তাঁদের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে করিশ্মাকে দেখা যায় ওভারসাইজড সাদা শার্ট ও জিন্স পরে দ্রুত এগিয়ে যেতে। তাঁর পেছনে হাঁটছিলেন কিয়ান ও সামাইরা। বিমানবন্দর থেকে নেমে খুব দ্রুত নিজের গাড়িতে ওঠেন তিনি। অনেকে মনে করছেন, তিনি নিজেকে চিনে ফেলার ভয়েই মুখ লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। এমনকী ঠিক কী কারণে দুই ছেলে-মেয়েকে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছেন তিনি, তা-ও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
ফিরছে 'পরিণীতা' জুটি?

২০০৫ সালে 'পরিণীতা' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিদ্যা বালানের। দেখতে দেখতে ২০ বছর হয়ে গিয়েছে এই ছবির। সেই উপলক্ষে আগামী ২৯ আগস্ট পুণরায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। প্রদীপ সরকারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, বিদ্যা বালান ও সইফ আলি খান। ‘পরিণীতা’ ছবির সময়ে বিদ্যা বালনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্তর সঙ্গে। সেই সময়ে বিদ্যা অপেক্ষাকৃত নতুন ইন্ডাস্ট্রিতে। ঘনিষ্ঠ দৃশ্যে কীভাবে অভিনয় করবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন নায়িকা। সেই অবস্থা থেকে কীভাবে সঞ্জয় পুরো বিষয়টা সামাল দিয়েছিলেন, সে কথাই সামনে এনেছেন বিদ্যা। বিদ্যা জানিয়েছেন, সঞ্জয় দত্ত তাঁর কাছে এসে বলেছিলেন, ”কীভাবে এই ঘনিষ্ঠ দৃশ্যটা করব বুঝতে পারছি না। আমার নার্ভাস লাগছে।” বিদ্যা তখন নার্ভাস ছিলেন। কিন্তু এই কথোপকথনের পর বিষয়টা অনেকটা সহজ হয়ে গিয়েছিল বলে জানান অভিনেত্রী। এরপর দৃশ্যটা করতে আর কোনও অসুবিধা হয়নি নায়িকার। বিদ্যা বলেন, ”শুটিং শেষ হওয়ার পর সঞ্জয় আমার কাছে আসেন। সব ঠিক আছে কিনা প্রশ্ন করেন। আর আমাক কপালে চুমু খেয়ে চলে যান। এটাই সঞ্জয় দত্ত।”
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন শ্রুতি দাস! কোন নায়কের সঙ্গে জি বাংলায় জুটি বাঁধছেন অভিনেত্রী?
ভারত জুড়ে সময়-শো
সময় রায়নার কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল। 'বাবা-মায়ের যৌনতা' সংক্রান্ত মন্তব্যের জেরে আইনি জটে পড়েছিলেন এই শো-এর সঙ্গে যুক্ত ইউটিউবাররা। বাদ যাননি সময় রায়নাও। নেটপাড়া থেকেও ধেয়ে এসেছিল কটাক্ষের ঝড়। নিজের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও সেই সময় মুছে দেন সময়। তবে এবার খবর, ফের নতুন করে ইউটিউবে পথ চলা শুরু করছেন সময়। 'সময় রায়না: স্টিল অ্যালাইভ অ্যান্ড আনফিল্টার্ড' শিরোনামে তাঁর ভারত সফর ১৫ আগস্ট থেকে শুরু হবে, যা স্বাধীনতা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে তিনি দেশের বিভিন্ন প্রধান শহরগুলিতে পারফর্ম করবেন। ১৫ আগস্ট বেঙ্গালুরু থেকে শুরু হবে তাঁর কমেডি সফরের যাত্রা। এরপর, তিনি ৫ অক্টোবর নয়াদিল্লিতে সফর শেষ করার আগে হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং পুনে সফর করবেন।
