বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের প্রতি ভক্তদের ভালবাসার উচ্ছ্বাস নতুন কিছু নয়। কিন্তু এবার ঘটে গেল এক অনন্য ঘটনা। বারাণসী থেকে মুম্বই ছুটে এলেন কার্তিকের এক বিশেষ ভক্ত — যিনি কথা বলতে বা শুনতে পারেন না। অথচ তাঁর অনুভূতি পৌঁছে গেল সরাসরি অভিনেতার হৃদয়ে।

 

কার্তিক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই আবেগঘন মুহূর্তের ভিডিও। দেখা গেল, অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে সেই ভক্ত তাঁকে আলিঙ্গন করছেন, হাসিমুখে হাত মেলাচ্ছেন, আর চোখেমুখের অভিব্যক্তিতেই স্পষ্ট ফুটিয়ে তুলছেন অভিনেতার প্রতি তাঁর অগাধ ভালবাসা। কার্তিকও পাল্টা সমান উষ্ণতায় ভক্তকে জড়িয়ে ধরছেন।সেই ভক্তকে আলিঙ্গনের সময়েই স্পষ্ট, ভিজে উঠছে কার্তিকের চোখ। অভিনেতা কোনওরকমে আটকে রেখেছেন তাঁর চোখের জল।

 

পোস্টের ক্যাপশনে কার্তিক লিখলেন, “তুমি কথা বলতে পারোনি, কিন্তু তোমার অভিব্যক্তি দিয়েই আমি সব অনুভব করেছি। তুমি শুনতে পাওনি, কিন্তু আমার ভালবাসা তুমি নিশ্চয়ই অনুভব করেছ।” কার্তিক আরও যোগ করলেন— “এমন খাঁটি ভালবাসা পেতে হলে জীবনে অনেক সৎ কাজ করতে হয়। বারাণসী থেকে এসে আমার দিনটাকে এত বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ থাকব।”

 

কার্তিকের এই পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও দেখার মতো। পোস্টটি দেখেই ভক্তদের আবেগ বাঁধনহারা হয়ে উঠেছে। কেউ লিখেছেন, “এটাই তো আসল জনপ্রিয়তা — মানুষের জীবনে স্পর্শ ফেলা।” আরেকজনের মন্তব্য— “বছরের পর বছর খেটে অর্জন করা সম্মান ও ভালবাসা এখন এমন মিষ্টি রূপ নিচ্ছে।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)