নিজস্ব সংবাদদাতা: 'খাদান' যে ভরপুর অ্যাকশনে ঘেরা ছবি হতে চলেছে টিজারে তার খানিক আঁচ পেলেন দর্শক। অ্যাকশন ঘরানার দক্ষিণী ছবিকেও টেক্কা দিতে তৈরি 'খাদান'। টিজারে এ যেন এক অন্য দেব। 

 

'আজ এই জমি খাদান হবে, নয়তো শ্মশান'।দেবের মুখে টানটান ডায়লগেই বাজিমাত টিজার। এদিকে ঠান্ডা মেজাজে দোসর যিশু। দু'জনের লুকেই ধরা পড়ল দারুণ চমক। কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু এর থেকে বেশি কিছু প্রকাশ্যে আনেননি 'খাদান' টিম। টিজারেই দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিলেন। 


দর্শকের আগে এই টিজার প্রথম দেখেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও ভাগ করে সৃজিত বলেন, "বাংলা কমার্শিয়াল ছবির এরকম টিজার আমি আগে কখনও দেখিনি। বাংলা কমার্শিয়াল সিনেমাকে যদি ফিরিয়ে আনতে হয়, তবে খাদানের মতো সিনেমা আরও বানানো দরকার। আমার দুর্দান্ত লেগেছে। আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব।"।


কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে 'খাদান'। 'শ্যাম মাহাতো' এবং 'মোহন দাস'-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যিশু। টিজারে তাঁদের দেখা গেলেও ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক এখনও আসেনি। তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ধামাকাদার ট্রেলারের। সুজিত রিনো দত্তের পরিচালনায় বড় দিনে বাংলার সবচেয়ে বড় চমকপ্রদ ছবি হয়ে আসছে 'খাদান'।