চলতি বছর জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়গান ধ্বনি তুলেছিলেন পরিচালক অর্জুন দত্ত। বাংলায় সেরা ফিচার ফিল্ম হিসেবে বেছে নেওয়া হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'-কে। আগামী নভেম্বরেই বড়পর্দায় মুক্তি পাবে সেই ছবি। সেই তোড়জোড়ের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক। এতটাই যে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় অস্ত্রোপচার করাতে হল তাঁকে। 

 

আরও পড়ুন: ‘মিশন ইম্পসিবল’ তারকার নতুন ছবিতে নওয়াজ! অনন্যা পাণ্ডেকে সরিয়ে মীরা নায়ারের নতুন ছবির নায়িকা কে হলেন?


অর্জুনের ছবির সহযোগী পরিচালক সৌমিতা গাঙ্গুলি আজকাল ডট ইন-কে জানিয়েছেন, বহুদিন ধরেই অর্জুনের শিরদাঁড়ায় একটা চোট ছিল। “মাস ছয়েক আগে একবার বেকায়দায় পড়ে গিয়েছিল। তখনই ভালরকম চোট লাগে। চিকিৎসা চলছিল, তবে ব্যাথায় মাঝেই মাঝেই কাবু হয়ে যেত ও। জাতীয় পুরস্কার মঞ্চে ওঠার আগেই অস্ত্রোপচার করার কথা ছিল, কিন্তু পাকেচক্রে তা করা হয়ে ওঠেনি। সেইজন্য তো হুইল চেয়ারে বসে  জাতীয় পুরস্কার গ্রহণ করেছিল ও। শেষমেশ গত মঙ্গলবার সেই অস্ত্রোপচার হয়েছে। গতকাল বাড়ি ফিরেছে অর্জুন। এখন একদম ঠিক আছে অর্জুন। বেশ ভাল আছে। আমরা অনেকেই ওর সঙ্গে ছিলাম গতকাল। আপাতত চিকিৎসকের নির্দেশে সপ্তাহ তিনেকের সম্পূর্ণ বিশ্রাম। তারপর তো আবার 'ডিপ ফ্রিজ'-এর মুক্তিও আছে...দেখা যাক।”

 

 

যোগযোগ কর হয়েছিল অর্জুন দত্তের সঙ্গেও। খানিক ক্লান্ত গলায় ফোনের অন্য প্রান্ত থেকে তিনি বলে উঠলেন, “দ্বিতীয় জীবন পেলাম। আমার শিরদাঁড়ার দু'জায়গায় ফ্র্যাকচার হয়ে গিয়েছিল! এখন আপাতত সম্পূর্ণ বিশ্রাম। চিকিৎসকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। আশা করি দ্রুত নিজের পায়ে দাঁড়াতে পেরে যাব।" কথাশেষে ধন্যবাদ জানাতে ভোলেননি পরিচালক।” 

 

প্রসঙ্গত, অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’-এ ছবিতে অভিনয় করেছেন, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত অনুরাধা মুখোপাধ্যায়। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের? এক প্রাক্তন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ছবি 'ডিপ ফ্রিজ' । ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে।