সংবাদ সংস্থা মুম্বই: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা ফের প্রমাণ করলেন অভিনেত্রী নীনা গুপ্তা। বলিউডের এই ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ তারকা সম্প্রতি পালন করলেন তাঁর ৬৬তম জন্মদিন, তাও একেবারে স্টাইলের তুফানে। তবে ফ্যাশনের এই ঝড়েই উঠল সোশ্যাল মিডিয়া বিতর্ক—‘মেট্রো...ইন দিনও’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁর ‘গোল্ডেন ব্রা ও কা‌ফতান লুক’ ঘিরে ট্রোলের ঝড় উঠলেও নীনার পাশে দাঁড়ালেন অগণিত ভক্ত ও সমর্থকরা।

 

‘মেট্রো...ইন দিনও’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন নীনা গুপ্তা, সঙ্গে ছিলেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠী ও পরিচালক অনুরাগ বসু। নীনার জন্মদিন উপলক্ষে ছবিশিকারিদের সঙ্গে কেক কাটতেও দেখা যায় তাঁকে। তবে অনুষ্ঠান শেষে আলোচনার কেন্দ্রে থাকল তাঁর সাহসী পোশাক— সাদা কা‌ফতান, যার ওপরে ছিল একটি সোনালি ‘বিস্কিট ব্রা’!

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)