আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান। অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত বহু প্রতীক্ষিত রোম্যান্টিক মিউজিক্যাল ছবিটির নাম ‘আশিকি ৩’, ছবির রাখা হচ্ছে কুমার শানুর বিখ্যাত গানের লাইন থেকে। শোনা যাচ্ছে, প্রথম আশিকি ছবির বিখ্যাত গানের থেকেই ছবিটির নাম রাখা হয়েছে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। সূত্রের খবর ছবিটি ২০২৬ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

শুরুতে শোনা গিয়েছিল, এই ছবিটিই আসলে ‘আশিকি ৩’। কিন্তু প্রযোজক মুকেশ ভাট এবং টি সিরিজের ভূষণ কুমারের মধ্যে পেশাগত সম্পর্ক অবনতির পর, ছবিটিকে একটি স্বতন্ত্র প্রেমের গল্প হিসেবে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি সংযোগ না রেখেও পুরনো নস্ট্যালজিয়াকে উস্কে দেওয়ার জন্যই নতুন এই নামটি বেছে নেওয়া হয়েছে। ছবির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা একটি হিন্দি সংবাদমাধ্যমকে বলেছেন, “নির্মাতারা এমন একটি নাম চাইছিলেন যা দর্শকদের নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দেবে, কিন্তু কোনও রকম আইনি বা সৃজনশীল জটিলতা তৈরি করবে না। তাই ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ নামটি একেবারে নিখুঁত বলে মনে হয়েছে।”
জানা গিয়েছে, ছবিটি অনুরাগ বসুর নিজস্ব ঘরানার একটি ক্লাসিক প্রেমের গল্প বলবে। থাকবে গভীর আবেগ এবং মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত। এর আগে উত্তরবঙ্গে ছবির বড় একটি অংশের শুটিং হয়েছে। বর্তমানে মুম্বইতে ছবির বাকি শুটিং চলছে। ২০২৫ সালের শেষ পর্যন্ত চলবে এই কাজ। ২০২৬ সালের শুরুর দিকে কিছু চূড়ান্ত পর্বের কাজ হওয়ার কথা।
আরও পড়ুন: পুরুষরা অন্তর্বাস কিনছেন? না একটিই দিনের পর দিন পরছেন? সেটাই বলে দিতে পারে অর্থনীতির অবস্থা! কীভাবে?

তবে ছবি মুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে বড়সড় ধোঁয়াশা। একাংশের মতে, ছবিটি ২০২৬ সালের ১ মে মুক্তি পেতে পারে। কিন্তু বলিউডের অন্দরের খবর একেবারে ভিন্ন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত এই ছবিটি চলতি বছরের বড়দিনেই, অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। আর তেমনটা হলে বক্স অফিসে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা। কারণ, ওই একই দিনে মুক্তি পেতে পারে আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘আলফা’। যদিও কোনও পক্ষই এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি, তবে বক্স অফিসের এই সম্ভাব্য লড়াই নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

মুক্তির দিন চূড়ান্ত না হলেও কার্তিক এবং শ্রীলীলার নতুন জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও একে অপরকে মন দিয়েছেন দুই শিল্পী। অন্যদিকে, কার্তিকের হাতে এখন একগুচ্ছ কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে, অনন্যা পাণ্ডের বিপরীতে। ছবিটি চলতি বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পাবে। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘নাগজ়িলা’-র মতো ভিন্ন ঘরানার ছবি।