নিজস্ব সংবাদাতা: তিন খুদের স্বপ্ন পূরণের গল্প বলবে সৌরভ পালোধির আসন্ন ছবি 'অঙ্ক কি কঠিন'। বাবিন, ডলি ও টায়ার- এই তিন বন্ধুর ছোটবেলাকে বড়পর্দায় আনবেন পরিচালক। ছবির প্রযোজক রাণা সরকার। ছবির মুক্তির আগেই ছবি ঘিরে এল সুখবর। ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত হয়েছে ছবিটি। এর সঙ্গে 'ভূতপরী' ও 'আমার বস' ছবি দু'টিও জায়গা করে নিয়েছে এই তালিকায়। 


ছবির গল্প এগোবে তিন খুদের জীবনকে কেন্দ্র করে। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে ওই শিশুদের। তবুও স্বপ্ন দেখার তো কোনও বারণ নেই। তাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন তার মায়ের মতো নার্স হতে চায়। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহরের জাঁকজমক নেই। রয়েছে নিম্নমধ্যবিত্তের জীবন গাঁথা।


ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে। তাদের এলাকার মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় আর মারা না যান। এই তিন শিশু তাদের পিছিয়ে পড়া এলাকায় নিজেদের মতো করে একটা হাসপাতাল চালু করতে পারবে কী? মেলাতে পারবে কী তাদের জীবনের গল্প? এর উত্তর মেলাতেই আসছে ছবিটি।


এর আগে আজকাল ডট ইন-কে পরিচালক সৌরভ পালোধি বলেন, "ছবিটা শুধু ছোটোদের স্বপ্নপূরণের গল্প বলছে তা কিন্তু নয়। এখানে একটা মিষ্টি প্রেমও দেখানো হয়েছে। শাহরুখ আর কাজলের প্রেম। এই চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র ও প্রসূন সোম। তাঁদের ভালবাসায় বাঁধা হয়ে দাঁড়ায় ধর্ম। সমাজের নানা ট্যাবুকে ভাঙতে আসছে ছবিটি।"