বড় চমক জি বাংলার ‘পরিণীতা’য়। সঙ্কটেও ফিরছে প্রেমের আবহ। নতুন করে ফের কাছাকাছি রায়ান এবং পারুল। বিয়ে তাদের আগেও হয়েছিল। কিন্তু তা ছিল না স্বপ্নের মতো। এক প্রকার পরিস্থিতির চাপেই সাতপাক ঘুরতে হয় তাদের। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হবে নায়ক-নায়িকা। এবারও অনুঘটক সেই প্রতিকূল পরিস্থিতি। মালাবদল হল হাসপাতালের ঘরে।
কিন্তু কেন?
ধারাবাহিকে দেখানো হচ্ছে, প্রবল অসুস্থ রায়ানের দাদু। সঙ্কটজনক অবস্থায় সে শয্যাশায়ী। নাতি-নাতবউকে আরও একবার বিয়ের সাজে দেখাই তার সুস্থ হওয়ার পথ্য। রাখঢাক না করেই পরিবারের সদস্যদের কাছে সেই আবদার রাখে সে। দাদুকে ফেরাতে উদ্যমী তারাও। ছাড়ার পাত্র কেউ নয়। ফলে যেমন কথা তেমন কাজ। বর-বউয়ের সাজে হাসপাতালে মালাবদল হবে রায়ান-পারুলের।
রায়ানের পরনে ঘিয়ে শেরওয়ানি। পারুল সেজে উঠেছে লাল টুকটুকে বেনারসিতে। তার সঙ্গেই মানানসই গয়না। হাসপাতালেই মালাবদল, সিঁদুরদান। সাক্ষী থাকবে গোটা পরিবার। রায়ান-পারুলের পুনর্মিলন দেখতে মুখিয়ে দর্শকও।
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)
 
পারুল গ্রামের মেয়ে। শিক্ষিত, দৃঢ় প্রত্যয়ী। রায়ান আগাগোড়াই শহুরে। দুই মেরুর দুই মানুষের মধ্যে প্রেম আসে নিঃশব্দে। সেই ভালবাসায় প্রকাশ নেই। আছে উদযাপন। সব প্রতিকূলতা হাতে হাত রেখে পার করে তারা।
জি বাংলার এই ধারাবাহিক অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। এদিকে শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। তাদের মধ্যে প্রেম ছিল না। ছিল না পরিচয়ও।  পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করেছে পারুল।
অন্য এক পুরুষের সঙ্গে পারুল বিয়ের পিঁড়িতে বসেছিল। তখনই পণ চেয়ে বসে পাত্রপক্ষ। ভেঙে যায় বিয়ে। পারুলের গ্রামের মোড়ল রায়ানের দাদু। তার নির্দেশেই পারুলকে বিয়ে করে রায়ান। অনিচ্ছা সত্ত্বেও দাদুর কথা সে ফেলতে পারেনি। ফলে কোনও পরিকল্পনা ছাড়াই সাত পাক ঘুরতে হয় তাদের।
এক সময় টানা টিআরপি তালিকার শীর্ষে ছিল ‘পরিণীতা’। ছিমছাম গল্প, চাপা প্রেম আর খুনসুটি মন জয় করেছে দর্শকের। রায়ানের ভূমিকায় উদয় প্রতাপ সিং, পারুল হয়ে উঠেছেন ঈশানী চট্টোপাধ্যায়। আপাতত তাদের আরও একবার তাদের বিয়ে চাক্ষুষ করতে মুখিয়ে দর্শক।