বড় চমক জি বাংলার ‘পরিণীতা’য়। সঙ্কটেও ফিরছে প্রেমের আবহ। নতুন করে ফের কাছাকাছি রায়ান এবং পারুল। বিয়ে তাদের আগেও হয়েছিল। কিন্তু তা ছিল না স্বপ্নের মতো। এক প্রকার পরিস্থিতির চাপেই সাতপাক ঘুরতে হয় তাদের। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হবে নায়ক-নায়িকা। এবারও অনুঘটক সেই প্রতিকূল পরিস্থিতি। মালাবদল হল হাসপাতালের ঘরে।

কিন্তু কেন?

ধারাবাহিকে দেখানো হচ্ছে, প্রবল অসুস্থ রায়ানের দাদু। সঙ্কটজনক অবস্থায় সে শয্যাশায়ী। নাতি-নাতবউকে আরও একবার বিয়ের সাজে দেখাই তার সুস্থ হওয়ার পথ্য। রাখঢাক না করেই পরিবারের সদস্যদের কাছে সেই আবদার রাখে সে। দাদুকে ফেরাতে উদ্যমী তারাও। ছাড়ার পাত্র কেউ নয়। ফলে যেমন কথা তেমন কাজ। বর-বউয়ের সাজে হাসপাতালে মালাবদল হবে রায়ান-পারুলের।

রায়ানের পরনে ঘিয়ে শেরওয়ানি। পারুল সেজে উঠেছে লাল টুকটুকে বেনারসিতে। তার সঙ্গেই মানানসই গয়না। হাসপাতালেই মালাবদল, সিঁদুরদান। সাক্ষী থাকবে গোটা পরিবার। রায়ান-পারুলের পুনর্মিলন দেখতে মুখিয়ে দর্শকও।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)