জাতীয় পুরস্কারজয়ী কলকাতার নির্মাতা অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’ অবশেষে বড়পর্দায় আসছে। সোমবার প্রযোজক সংস্থা কালার্স অফ ড্রিম এন্টারটেইনমেন্ট ঘোষণা করেছে, আসন্ন ২১ নভেম্বর মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সম্পর্কের গল্প।এই বছরের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে ‘ডিপ ফ্রিজ’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। সম্প্রতি, কোজাগরী লক্ষ্মীপুজোয় ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছে প্রযোজক সংস্থা।

 

ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে তারা লিখেছে —“এই কোজাগরী লক্ষ্মীপুজোয় আমরা ধন্য, জাতীয় পুরস্কারজয়ী আমাদের ছবি ‘ডিপ ফ্রিজ’-এর আনুষ্ঠানিক পোস্টার উন্মোচন করতে পেরে। ছবিটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত, প্রযোজনা করেছেন কৃষ্ণ কিয়াল।”

 

তাদের আরও সংযোজন —“২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডিপ ফ্রিজ’। আমাদের আশা, এই ছবি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে, আর হয়তো অপ্রত্যাশিতভাবে নাড়া দেবে ভাবনার গভীরে।” পোস্টারে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ও অনুরাধা মুখোপাধ্যায়কে। ছবির নামটি বাংলায় ও ইংরেজি— দুই ভাষায়ই লেখা।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Colors Of Dream Entertainment (@colorsofdreament)