তেলুগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে এখন দ্বিগুণ আনন্দের ঢেউ। তাঁর ছেলে জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা তাঁদের দ্বিতীয় সন্তানের আগমন বার্তা ঘোষণা করেছেন। সম্প্রতি উপাসনা কোনিডেলা তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন এবং এর সঙ্গে দীপাবলির দিন তাঁর সাধভক্ষণের (সীমন্তম) অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছেন।

 

 

 

 

 

উপাসনা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপনের, দ্বিগুণ ভালবাসা এবং দ্বিগুণ আশীর্বাদের।" এই পোস্টের মাধ্যমে তিনি দ্বিতীয়বার মা হতে চলার সুখবরটি নিশ্চিত করেছেন। ভিডিওটিতে দেখা যায়, পারিবারিক এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকলে উপাসনাকে আশীর্বাদ করছেন এবং উপহার দিচ্ছেন। রাম চরণকেও সেখানে উচ্ছ্বসিত দেখা যায়। ভিডিওর শেষে 'নতুন শুরু' লেখাটি সকলের মনে আনন্দের সঞ্চার করে।

 

 

 

 

 

এই বছর দীপাবলির উৎসব তাঁদের পরিবারের জন্য এক বিশেষ মাত্রা যোগ করেছিল, কারণ উৎসবের দিনটি উপাসনার সাধভক্ষণের অনুষ্ঠানের সঙ্গে মিলে যায়। কোনিডেলা পরিবারের এই অনুষ্ঠানে চিরঞ্জীবী, তাঁর স্ত্রী সুররেখা, রাম চরণ, উপাসনার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সকলেই এই বিশেষ মুহূর্তটি হাসি-খুশি ও ভালবাসার সঙ্গে উদযাপন করেন।

 

 

 

দীর্ঘ এগারো বছর বিবাহিত জীবন কাটানোর পর রাম চরণ ও উপাসনা কোনিডেলা ২০২৩ সালের জুন মাসে তাঁদের প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। প্রথম সন্তানের জন্মের দু'বছর পর, ফের তাঁদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। এই খবরে তাঁদের অনুরাগীরাও অত্যন্ত আনন্দিত এবং দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

আরও পড়ুন: শ্বশুর অমিতাভের আরও কাছাকাছি জামাই নিখিল! অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রাঙ্গদা?

 

 

সন্তানদের ক্যামেরার আড়ালে রাখা নিয়ে উপাসনা পূর্বে একবার বলেছিলেন, "পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে এবং কিছু ঘটনা আমাদের বাবা-মা হিসেবে ভয় দেখায়, কিন্তু আমরা সন্তানকে স্বাধীনভাবে বাঁচার সুযোগও দিতে চাই।" তিনি আরও বলেছিলেন যে, ভবিষ্যতে সন্তানের মুখ প্রকাশ করবেন কিনা তা তাঁরা এখনও জানেন না, তবে বর্তমানে তাঁরা যেখানে আছেন তাতেই খুশি।

 

 

 

উপাসনা তাঁর প্রথম সন্তান দেরিতে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে জানিয়েছিলেন যে, মা হওয়ার সঠিক সময় তিনি নিজেই বেছে নিয়েছেন এবং এ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি নারী স্বাস্থ্য এবং মাতৃত্বের সিদ্ধান্ত নারীদের নিজেদের হওয়া উচিত বলেও মত দেন।

 

 

 

 

প্রসঙ্গত, রাম চরণ ও উপাসনা কোনিডেলা ১৩ বছরের বিবাহিত জীবনে একসঙ্গে পথ চলছেন। এখন দ্বিতীয় সন্তানের আগমনে তাঁদের পরিবারে আরও একবার খুশির আবহ। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকাজুটির জীবনে নতুন সদস্যের আগমন দেখার জন্য।