সংবাদ সংস্থা মুম্বই: ২০০৬ সালে শাহরুখ খান যখন প্রথম ‘ডন’-এর চরিত্রে পর্দায় এলেন, তখন এককথায় বাজিমাত করে দিয়ে ছিলেন বক্স অফিসে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার রসায়ন, রহস্যে মোড়া টানটান গল্প—সব মিলিয়ে সুপারহিট এক ফ্র্যাঞ্চাইজির সূচনা হয়। ৫ বছর পর ‘ডন ২’ আবার দর্শকের মন জয় করে। কিন্তু তারপর যখন ঘোষণা হল ‘ডন ৩’-তে আর ফিরছেন না শাহরুখ খান কারণ তার জায়গা নিচ্ছেন রণবীর সিং, ভেঙে পড়েছিল অসংখ্য অনুরাগীর হৃদয়।  এবারও ছবি পরিচালনায় ফারহান আখতার।

 

তবে এই মুহূর্তে রণবীর ছাড়া গোটা কাস্ট অনিশ্চিত।  কিয়ারা সরে গেলেন,অন্তঃসত্ত্বা হওয়ার কারণে।  গত মার্চ মাসে খবর এসেছিল, রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’-তে দেখা যাবে কিয়ারা আদবানিকে। কিন্তু মা হতে চলায়, কিয়ারা নিজেই সরে দাঁড়িয়েছেন। ফলে নতুন নায়িকার খোঁজে নেমেছেন নির্মাতারা। খবর, এই চরিত্রে কৃতি শ্যাননের সঙ্গে চলছে কথাবার্তা। অনেকেই আশা করেছিলেন, ‘জংলি বিল্লি’ প্রিয়াঙ্কা চোপড়া আবার ফিরবেন। কিন্তু এখনও সে বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি নির্মাতারা।

 

আরও পড়ুন: রণবীর সিং-এর সঙ্গে ঝামেলা না কি বলিউড-অনিচ্ছা? ‘ডন ৩’-র খলনায়ক হতে কেন নারাজ বিজয় দেবরাকোন্ডা?


তবে এই ছবি নিয়ে এবারে শোনা গেল ফের চমকপ্রদ খবর। ফিসফাস, বিক্রান্ত ম্যাসি যিনি ডন-এ  রণবীরের বিপরীতে খলনায়কের চরিত্রে থাকতেন, তিনিও নাকি সরে দাঁড়িয়েছেন! কারণ? চরিত্রে গভীরতার অভাব ও বড় রকমের ট্রান্সফর্মেশনের প্রয়োজন—এই দুই কারণ দেখিয়েই নাকি ফারহানকে না  বললেন বিক্রান্ত।

 

 তাহলে? এবারে কে হবেন ডনের নতুন ভিলেন? সেটাই এখন প্রশ্ন। রণবীরের সঙ্গে স্ক্রিনে টক্কর দিতে আসছেন কে? বলিউডের অন্দরের গুঞ্জন বলছে, আদিত্য রায় কাপুর ও বিজয় দেবরাকোন্ডা—এই দুই নাম ঘুরে বেড়াচ্ছে প্রবল জোরে। তবে নির্মাতারা বা অভিনেতারা এখনও কিছুই নিশ্চিত করেননি।

 

অন্যদিকে, বিক্রান্ত এখন ব্যস্ত ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’-এর সাফল্য উদযাপনে, যেখানে বলিউডে পা রেখেছেন শানায়া কাপুর। আর রণবীর? তার ‘ধুরন্ধর’-এর টিজারে একঝলক দেখেই মুগ্ধ অনুরাগীরা। তাই আপাতত অপেক্ষাই ভরসা—কে হবেন নতুন ‘ডন’-এর রাণী, আর কে হবেন তার বড় প্রতিপক্ষ!

 

অন্যদিকে, ‘ডন ৩’, ‘ধুরন্ধর’-এর মতো ছবির পাশাপাশি ববি দেওল-এর সঙ্গে  বড়পর্দায় আসতে চলেছেন রণবীর সিং! আর কোনও সাধারণ প্রজেক্ট নয়, এটি একটি বড় বাজেটের, হাই-অকটেন ঠাসবুনোট অ্যাকশন ছবি যাকে ইতিমধ্যেই বলিউডের আগামী বছরের সেরা সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে। অন্দরের খবর, রণবীর সিং এবং ববি দেওল একটা বড়সড় প্রজেক্টের জন্য প্রস্তুত। দুজনেই দীর্ঘদিন ধরে এই ছবির জন্য নিজেদের চেহারা টানটান, পেশীবহুল করেছেন। ঝরিয়ে ফেলেছেন বাড়তি ওজন। এক কথায় যাকে বলে, ফিজিক্যাল ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। রণবীর কাপুরের পর এবার সেই ট্রান্সফর্মেশনের যাত্রী রণবীর সিং, সঙ্গে আসছেন ববি। এরকম মাপের দুই দুঁদে অভিনেতা যখন পর্দায় একসঙ্গে আসেন, তখন ফলাফল যে ভয়ানক বিস্ফোরক হবে, সেটা আশা করে যায়। 

 

বলিউডের অন্দরে ফিসফাস শুরু হয়েছে, রণবীরের ‘ধুরন্ধর’ আর ববির ‘অ্যানিম্যাল’ ইনটেন্সনেস — এখন এক ছবিতে! রণবীর সিংয়ের ঝলসে ওঠা স্ক্রিন প্রেজেন্স আর তাঁর এক্সপেরিমেন্টাল রোল—তা নিয়ে দর্শকদের উত্তেজনা এমনিতেই তুঙ্গে। তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টগবগে এনার্জি আর দুরন্তন ভিস্যুয়াল—এই দুইয়ের সংমিশ্রণে ‘ধুরুন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন নেটপাড়ায়!