সংবাদ সংস্থা মুম্বই: কান ফিল্ম ফেস্টিভ্যালে এ যেন এক আবেগঘন মুহূর্ত! একদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউডি অভিনেতা রবার্ট ডি নিরো পেলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান, অন্যদিকে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের হাজির তাঁর দ্বিতীয় পরিচালিত ছবি 'তনভি দ্য গ্রেট'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে। এই দুই শিল্পীর পুনর্মিলন দেখা গেল ফ্রান্সের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসব কান-এ, যেখানে তাদের বন্ধুত্বের উষ্ণতায় ভরে উঠল চারপাশ।
২০১২ সালে সিলভার লাইনিংস প্লেবুক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুপম খের এবং রবার্ট ডি নিরো। এর পর বেশ কয়েকবার তাঁরা দেখা করেছেন, চুটিয়ে আড্ডা মেরেছেন। সেসব মুহূর্তের ছবি, ভিডিও-ও নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই হইচই ফেলেছে। তারপর দীর্ঘ বেশ কয়েক বছরের বিরতি। তাই স্বভাবতই এত বছর পর ফের দেখা হওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি কেউই। ইনস্টাগ্রামে অনুপম একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ডি নিরো তাঁকে জড়িয়ে ধরেন, এমনকি গালে সস্নেহে একটি চুমুও দেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anupam Kher (@anupampkher)
ভিডিওর সঙ্গে একটি আবেগঘন নোটও লেখেন অনুপম: "কান-এ দেখা হলো আমার প্রিয় বন্ধু রবার্ট ডি নিরো, তাঁর স্ত্রী টিফানি ও কন্যা জিয়ার সঙ্গে। তাঁদের ভালবাসা ও আপ্যায়নে অভিভূত আমি। 'পালমে ডি'অর ' সম্মান পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানালাম।" তিনি আরও জানান, নিজের ছবি তনভি দ্য গ্রেট-এর মূল চরিত্র শোভন অভিনেত্রী শোভঙ্গী এবং অন্যান্য ক্রু সদস্যদেরও ডি নিরোর সঙ্গে পরিচয় করিয়ে দেন অনুপম। অভিনেতা বলেন, "আমাদের ছবির প্রথম পোস্টার দেখালাম ডি নিরোকে, তাঁর বেশ পছন্দ হয়েছে। এত ভালবাসা, এত উষ্ণতা, এত হৃদয়স্পর্শী আলিঙ্গন… কৃতজ্ঞ আমি। ডি নিরো আমার জীবনের আশীর্বাদ।"
উল্লেখ্য, তনভি দ্য গ্রেট ছবির প্রিমিয়ার হচ্ছে ১৭ মে কান ফেস্টিভ্যালে। ছবিতে অভিনয় করছেন করণ টাকর, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, আরবিন্দ স্বামী এবং গেম অফ থ্রোনস খ্যাত ইয়ান গ্লেন।