নিজস্ব সংবাদদাতা: মরুভূমির মাঝে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থ্রিলার নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'। অর্ণব রিংগো ব্যানার্জি পরিচালিত,ঐন্দ্রিলা ব্যানার্জি প্রযোজিত, রিং আ বেল ফিল্মসের প্রযোজনায় আসছে 'জয়সলমীর জমজমাট'।
সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'র ৫০তম বর্ষপূর্তিতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসছে এই সিরিজ। প্রখ্যাত গোয়েন্দা কাহিনি 'সোনার কেল্লা' থেকে অনুপ্রাণিত হয়ে, এক বাঙালি পরিবার জয়সালমীর বেড়াতে যায়।
রজত বাবু, একজন ব্যাঙ্ক ম্যানেজার, সোনার কেল্লা গল্প অবলম্বনে রহস্যময় মুকুলের বাড়ি দেখতে সে উদগ্রীব।
সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও ছেলে-মেয়ে। কিন্তু গল্প এগোতেই, ছুটির আনন্দে কালো ছায়া পড়ে।
তারা পড়ে মাদক পাচারের এক ভয়ঙ্কর চক্রের ফাঁদে। মরুভূমিতে বেড়াতে এসে কীভাবে তারা টিকে থাকবে?
তারা বেঁচে ফিরতে পারবে কি? উত্তর মিলবে পাঁচ পর্বের শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারে!
অভিনয়ে সব্যসাচী চৌধুরী, মেঘলা দাশগুপ্ত, অভিষেক সিংহ, দেবতনু, অমৃতা দেবনাথ, দেবাশীষ নাথ, শাহির রাজ, মৌমিতা পাল, রাজদীপ পাল, সৌমিত্র বসু (ডিউক), সৌম্য মুখার্জী, স্বর্ণাভ সাধুখাঁ, প্রতীক রায় এবং ওঙ্কার ভট্টাচার্য।
