বলিউডের দুই ‘খান’–‘কুমার’ তারকা এবার একসঙ্গে এলেন এক মঞ্চে। টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় সেলেব টক শো ‘টু মাচ’-এর সাম্প্রতিক পর্ব যেন ঝলমল করে উঠল সইফ আলি খান ও অক্ষয় কুমারের উপস্থিতিতে। হাসি-মজায়, খোলামেলা আড্ডায় উঠে এল তাঁদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য রহস্য, এমনকী বাবার শেখানো দাম্পত্য কলহ জিতে যাওয়ার টোটকাও!

 

আড্ডার মাঝেই সইফ জানালেন, স্ত্রীর সঙ্গে মতবিরোধ হলে তিনি ঠিক কী করেন। বললেন, “যেমন সব দম্পতির মধ্যে হয়, আমাদেরও ঝগড়া হয়। কিন্তু আমি জানি কীভাবে তা সামলাতে হয়।” এই প্রসঙ্গেই তিনি বললেন তাঁর প্রয়াত বাবা মনসুর আলি খান পাতৌদির কথা।
সইফ বলেন, “একবার আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, মা (শর্মিলা ঠাকুর)-র সঙ্গে ঝগড়া হওয়ার সময় আপনি ঠিক কী করেন? বাবা হেসে বলেছিলেন, ‘আমি তখন ক্রিকেটের কথা ভাবি, একটা কথাও বলি না, শুধু শোনার ভান করি।’”


সইফের মুখে এহেন কথা শোনামাত্রই অক্ষয় কুমারও সহমত জানান। তারপর নিজের স্ত্রী টুইঙ্কলের দিকে ইশারা করে বললেন, “ও আগুন, আমি জল। ও যা মনে আসে বলে দেয়, আমি শান্ত থাকি। শুধু শুনি আর বোঝার চেষ্টা করি ও কী বলতে চায়।” এরপর দর্শকের উদ্দেশ্যে অক্ষয়ের পরামর্শ, “যা খুশি কর, কিন্তু বউয়ের কথা শুনো। প্রত্যেক স্বামীরই ভাল শ্রোতা হওয়া উচিত!”


প্রসঙ্গত, ২০০৭ সালে টশন ছবির শুটিংয়ের সময় শুরু সইফ-করিনার প্রেম। ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বইয়ে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে হয়েছিল সইফের বিয়ে,  পরে ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। অমৃতার সঙ্গে সইফের দুই সন্তান সারা ও ইব্রাহিম। করিনার সঙ্গে তাঁর দুই ছেলে— তৈমুর (২০১৬) ও জেহ (২০২১)।

উল্লেখ্য, আসছে অক্ষয়-সইফের নতুন ছবি। সম্প্রতি, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সইফ অভিনীত ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। আর সামনে আসছে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’, যেখানে আবারও একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও সইফ আলি খানকে।