৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস। প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।

 

কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছেন শাহরুখ। কাঁচাপাকা চুলের শাহরুখের এই লুক দেখামাত্র হইচই সমাজমাধ্যমে। আর হবে না-ই বা কেন? আসন্ন ছবি 'কিং'-ছর লুকেই এদিন হাজির হয়েছেন যে শাহরুখ! 

 

অভিনেতার পাশে দেখা গেল তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। দর্শকরা আবেগে ভাসলেন যখন অভিনেতার আসনের সামনে বড় বড় হরফে লেখা ছিল— ‘শ্রী শাহরুখ খান’।

 

অবশেষে তিন দশক পর শাহরুখ পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালের মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুললেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে থেকে শাহরুখের নেওয়া  জাতীয় পুরস্কার গ্রহণের সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।

নিজের প্রতিক্রিয়ায় 'কিং খান' বললেন—

“জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আজীবন এই মুহূর্ত আমি আজীবন মনে রাখব।”

 

রানি মুখোপাধ্যায়েরও প্রথম জয় জাতীয় পুরস্কারের মঞ্চে। প্রায় ৩০ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতলেন তিনি। ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিতে, আর এবার হাতে পুরস্কার পেয়ে সম্পূর্ণ হল রানির অপেক্ষা।

 

শাহরুখ নিজের ইনস্টাগ্রামে রানিকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন—

“জাতীয় পুরস্কার... আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে অবশেষে পূরণ হল। অভিনন্দন রানি, তুমি সত্যিই রানি। ভালবাসা রইল অফুরান।”

 

 ভক্তরা বলছেন—এই সম্মান শুধু ‘আজাদ’ বা ‘বিক্রম’-এর জন্য নয়, বরং শাহরুখের অভিনয়জীবনের প্রতিটি চরিত্র— বিজয় অগ্নিহোত্রী, অমন মাথুর, মোহন ভাগব, দেবদাস, বীর, কবীর, রিজওয়ান কিংবা গৌরবের জন্যও সমান প্রযোজ্য।

 

 একসঙ্গে শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয় নিঃসন্দেহে বলিউডের জন্য এক ঐতিহাসিক দিন।