সংবাদ সংস্থা মুম্বই: স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’।  মুক্তি পাওয়ার দু'দিনের মধ্যে বক্স অফিসে দারুণ জাঁকিয়ে বসেছিল এই ‘ভূতুড়ে’ ছবি। ২ দিনেই টপকে গিয়েছিল ১০০ কোটির গণ্ডি। বক্স অফিসের আয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’কেও। 

 

এবার এই ছবির মুকুটে  জুড়ল নতুন পালক। আইএমডিবি-র তালিকায় দেশের সবথেকে জনপ্রিয় ছবিগুলোর তালিকায় দু' নম্বরে রয়েছে স্ত্রী ২। শুধু তাই নয়, গুগল বলছে, চলতি বছরে এই ছবি নাকি সবথেকে বেশিবার খোঁজা হয়েছে!  প্রসঙ্গত ‘স্ত্রী’র মতো ‘স্ত্রী ২’ ছবিতেও মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা। এই হরর কমেডিতে শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানাকে। ছবিতে অতিথি‌ শিল্পী হিসাবে হাজির হয়েছেন বরুণ ধাওয়ানও। ‘ভেড়িয়া’ ছবির নেকড়ে মানুষ 'ভাস্কর'-এর চরিত্রে দেখা গিয়েছে বরুণকে।

 

সিনে সমালোচকদের মতে, ‘স্ত্রী ২’ হিট হওয়ার আরেকটি কারণ হল ছবির দুর্দান্ত চিত্রনাট্য। এ ছবিতে যে ধরনের সিচুয়েশনাল কমেডি আছে, তা দারুণভাবে কাজ করেছে। সাধারণত সিক্যুয়েল বানাতে গিয়ে পোড় খাওয়া নির্মাতারাও গুলিয়ে পাকিয়ে ফেলেন। প্রথম সিনেমায় গল্পের যে ধার থাকে, দ্বিতীয় সিনেমায় বেশিরভাগ সময়ই তা খুঁজে পাওয়া যায় না। গল্পের গাঁথুনি মজবুত হয় না। তবে পরিচালক অমর কৌশিক এখানেই উতরে গেছেন। গল্পে নতুন রহস্য আর রোমাঞ্চকর সব বাঁকে দর্শকের মন জয় করেছেন তিনি।