চুম্বন দৃশ্য করবেন না। শুধুমাত্র সেই কারণে ক সময় একাধিক বলিউড প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী সোনম বাজওয়া। তিনি বলেন, এই সিদ্ধান্তটি ব্যক্তিগত বিশ্বাস থেকে নয়, বরং ভয় ও আত্মসন্দেহ থেকেই এসেছিল।
পাঞ্জাবি অভিনেত্রী সোনম প্রথম দিকে এমন বেশ কয়েকটি বলিউড ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যেখানে চুমুর দৃশ্য ছিল, কারণ তিনি ভয় পেতেন—তার পাঞ্জাবি দর্শকরা এই বিষয়টি কীভাবে নেবেন। হয়তো সেই দৃশ্যের ফলে তাঁকে রোষের মুখে পড়তে হবে।
এক সাক্ষাৎকারে সোনম জানান, তাঁর কর্মজীবনের শুরুতে জনমতের ভয় তাঁকে অনেকটা আটকে রেখেছিল। অভিনেত্রী জানান, পাঞ্জাবে তাঁর প্রচুর অনুরাগী। আর সেই কারণেই ভয়-সঙ্কোচ জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। প্রশ্ন জেগেছিল, তিনি যদি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তাহলে দর্শক তাঁকে কীভাবে দেখবে।
“আমি কয়েকটি বলিউড ছবিতে ‘না’ বলেছিলাম, কারণ বারবার ভাবতাম—পাঞ্জাব কি এটা মেনে নেবে? আমাদের এখানে পরিবারের সবাই মিলে সিনেমা দেখার চল… তাই আমি তখন খুব ভয় পেতাম চুমুর দৃশ্য করতে। ভাবতাম, ‘মানুষ কী বলবে? যাঁরা আমাকে এখানে নিয়ে এসেছেন, তাঁরা কীভাবে নেবেন? আমার পরিবার কি বুঝবে যে এটা শুধু অভিনয়ের অংশ?’ এসব প্রশ্নই আমার মাথায় ঘুরত,” বলেন সোনম।
‘ক্যারি অন জট্টা ৩’ খ্যাত অভিনেত্রী জানান, তাঁর দ্বিধার মূলে ছিল নিজের ভাবমূর্তি রক্ষা করার তাগিদ এবং নিজের মূল দর্শকগোষ্ঠীর প্রতি সম্মান প্রদর্শন। সোনম বলেন, তিনি কখনওই সেই মানুষগুলিকে হতাশ করতে চাননি, যাঁরা শুরু থেকেই তাঁর পাশে ছিলেন। তাই নিজের শিকড় ও পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থেকে কিছু সীমা টেনে নিয়েছিলেন।
তবে কয়েক বছর আগে বাবা-মায়ের সঙ্গে খোলামেলা আলোচনার পর তাঁর মানসিকতা বদলে যায়। তিনি বলেন, “কিছু বছর আগে আমি অবশেষে মা-বাবার সঙ্গে এই নিয়ে কথা বলি। তাঁরা বললেন, ছবির যদি প্রয়োজনে এরকম দৃশ্য করতে হয়, তাহলে ঠিক আছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, আগে কেন কথা বলিনি? আমরা অনেক সময় মাথার ভিতরই ভুল ধারণা তৈরি করি।”
 
 সোনম মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন। এবং ২০১৩ সালে ‘বেস্ট অব লাক’ ছবির দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালের ‘পাঞ্জাব ১৯৮৪’ ছবিতে সাবলীল অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান।
এরপর তিনি ‘নিক্কা জইলদার’, ‘ক্যারি অন জট্টা ৩’, ‘সর্দার জি’-এর মতো বহু হিট ছবি উপহার দেন এবং ধীরে ধীরে পাঞ্জাবি সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
পাশাপাশি সোনম বলিউডেও কাজ করেছেন। তালিকায় রয়েছে ‘স্ট্রিট ড্যান্সার ৩ডি’এর মতো ছবি। এছাড়াও তামিল এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন।
 
 সম্প্রতি তাঁকে অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গিয়েছে। তাঁর ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ ছবিটি ২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে।
