সংবাদ সংস্থা মুম্বই: সংবাদ সংস্থা মুম্বই: ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী সংখ্যা ছাড়িয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসরণকারীর সংখ্যাকে। তার উপর বক্স অফিসে রমরমিয়ে চলেছে তাঁর অভিনীত ছবি ‘স্ত্রী ২’। কথা হচ্ছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিয়ে। বরাবরই অনুরাগীরা তাঁকে পছন্দ করেন। কিন্তু তবু সেভাবে বড়পর্দায় তাঁকে নিয়মিত দেখা যায় না। গত কয়েক বছরে তাঁকে মাত্র হাতে গোনা কয়েকটি ছবিতে দেখা গিয়েছে। এবং 'স্ত্রী ২'র টর শ্রদ্ধাকে নিয়ে অনুরাগীদের আগ্রহ এখন তুঙ্গে। অভিনেত্রীর পরের ছবি কী তাই নিয়েও গত কয়েকদিন ধরে চলছে জল্পনা। 

 

এবার সমাজমাধ্যমে এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞেস করলেন কেন বড়পর্দায় তাঁকে পরের পর ছবিতে দেখা যায় না। প্রশ্নকর্তাকে নিরাশ করেননি শ্রদ্ধা। বার্তা বাক্সে পাল্টা করে লিখলেন, " পরপর ছবি করতেই হডে, আমার এমন কোনও তাড়াহুড়ো নেই। যখন যেটা মনে হয়, করি। হৃদয়ের কথা সবসময় শুনে চলি।" 

 

তোমরা কি তোর সঙ্গে সেই চ্যাট-সেশনে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোরর অভিজ্ঞতা ভাগ করে নেন শ্রদ্ধা। জানান, তিনিও ব্যর্থতা দেখেছেন। ব্যর্থতার মুখোমুখি হয়ে চূড়ান্ত হতাশও হয়েছেন। এমন হয়েছে, একাধিক ছবিতে তাঁকে নায়িকা হিসাবে বাছাই করে শেষমুহূর্তে সেই প্রজেক্ট থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁকে।

 

কিছুদিন আগে সমাজমাধ্যমেই শ্রদ্ধা জানিয়েছিলেন কেন তাঁকে বলিউডের তিন খানের সঙ্গে কাজ করতে দেখা গেল না? শ্রদ্ধা জানান, একথা সত্যি যে শাহরুখ, সলমন ও আমিরের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর হয়নি। কিন্তু সেই সুযোগ যে পাননি এমনটা নয়। অভিনেত্রীর কোথায়, "অনেকসময় এমন ছবিতে কাজ করার প্রস্তাব আসে যে প্রস্তাবিত চরিত্র মনে ধরে না। মনে হয়, এই চরিত্রে অভিনয় করে শিল্পী হিসাবে তৃপ্ত হব না। তাই সেইসব চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিই। আমি কী ধরনের কাজ করব, সেটা আমি খুব ভেবেচিন্তে নির্বাচন করি।”

 

 

"আমি ভাল ছবির অংশ হতে চাই। এমন ধরনের সব ছবিতে অভিনয় করতে চাই যেখানে জমাটি গল্প রয়েছে, দর্শক একমনে সেই গল্প বলা শুনবে...দেখবে, পছন্দ করবে। এবং ভাল ভাল পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। মোট কথা, ভাল কাজ করতে চাই, ব্যস! আর এই সব উপকরণের পাশাপাশি যদি বড় তারকাদের সঙ্গও পাওয়া যায় ছবিতে, তবে আমার কোনও আপত্তি থাকবে না। এটুকুই"।