ছেলে ইউভানের বয়স চার হতে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছর নভেম্বরে মেয়ে ইয়ালিনির এক বছরের জন্মদিন পালন করেছিলেন এই তারকা জুটি। চলতি বছর বাগদেবীর আরাধনায় শুভশ্রী জানিয়েছিলেন, আগামী বছর হাতেখড়ি হবে ছোট্ট ইয়ালিনির। কিন্তু এখন নিয়মিত স্কুলে যায় সে।

 

 

 

 

যদিও প্লে-স্কুলে যাচ্ছে ইয়ালিনি। শিখছে একটু একটু অনেককিছু। মেয়ের ধীরে ধীরে বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্তকে ফ্রেমবন্দি করে সমাজমাধ্যমে ভাগ করেন মা শুভশ্রী। মেয়ের প্রথম কথা বলার ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই ছোট্ট ইয়ালিনির আধো আধো বুলি শোনার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

 

 

 

 

 

হাতে একটু সময় পেলেই ছেলে-মেয়েকে নিয়ে কাটান শুভশ্রী। কখনও মেয়ে ইয়ালিনির আদুরে গলায় গান, কখনও আবার ভাই-বোনের খুনসুটি ফ্রেমবন্দি করেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন দুই ছেলে-মেয়ের মিষ্টি মুহূর্ত। এ বছর ভাইফোঁটার রীতি পালন করতে দেখা গেল ইউভান-ইয়ালিনিকে।

 

 

 

 

মায়ের কোলে বসে দাদার কপালে ফোঁটা দিল ছোট্টো ইয়ালিনি। সমাজমাধ্যমে শুভশ্রীর ভাগ করে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে মন্ত্র শিখিয়ে দিচ্ছেন মা শুভশ্রী। আধো আধো স্বরে সেই মন্ত্র উচ্চারণের চেষ্টাও করছে ইয়ালিনি। ফোঁটা দেওয়ার পর মেয়েকে ইউভানের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও শেখান শুভশ্রী। বড়দাদা হিসেবে বোনকে আশীর্বাদ করতেও শেখান ইউভানকে। দুই ভাই-বোনই একে অপরকে বিপদের হাত থেকে রক্ষা করবে সারাজীবন, এমন শপথ নিতেও শেখান মা শুভশ্রী। 

 

 

 

 

দুই খুদের ভাইফোঁটার এই আদুরে ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ-শুভশ্রীর অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে। তাঁদের পরিবারের প্রত্যেকেই পুজো-পার্বণ এবং ঈশ্বরে বিশ্বাসী। নানা অনুষ্ঠানে তাঁদের সামিল হতে দেখা যায়। ছেলেমেয়েদের সেভাবেই বড় করছেন তাঁরা। ইয়ালিনির জন্মদিনে বাড়িতে জগন্নাথের আরাধনার সঙ্গে সঙ্গে পুষ্প-অভিষেক পর্যন্ত হয়। 

 

 

আরও পড়ুন: মা কোয়েলের কোলে বসে দাদা কবীরকে ফোঁটা দিল একরত্তি কাব্য, মল্লিক বাড়ির ভাইফোঁটায় আর কী কী হল?

 

 

কিছুদিন আগেই ভূত চতুর্দশীতে খুদে হাতে প্রদীপ সাজাতে দেখা গিয়েছিল ইয়ালিনি চক্রবর্তীকে। পরনে গোলাপি জামা। কপালে ছোট্ট টিপ। তুলতুলে হাতে প্রদীপের বুকে তুলো সাজাতে দেখা গিয়েছিল তাকে। আর খুদে ইয়ালিনির এহেন কর্মকাণ্ডের ত্বত্ত্বাবধানে ছিলেন পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়াতেই ভালবাসায় ভরিয়েছিলেন নেটিজেনরা।