নিজস্ব সংবাদদাতা: দর্শকের কাছে ছোটপর্দার সেরার জুটির তালিকায় রয়েছেন সাহেব-সুস্মিতা অর্থাৎ 'কথা-এভি'র জুটি। স্টার জলসার ধারাবাহিক 'কথা' বরাবরই টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখে। 'বাংলা সেরা'র মুকুটও প্রায় প্রতি সপ্তাহেই থাকে এই ধারাবাহিকের দখলে। 

 

 

টলি কিংবা টেলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুন খবর। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস, পর্দার মতো বাস্তবেও জীবনের প্রেমের রং লেগেছে সাহেব-সুস্মিতার। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই সঙ্গে ছবি শেয়ার করেন দুই তারকা। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, প্রেম করছেন দু'জনে?

 

'কথা' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন সাহেব- সুস্মিতা। তবে প্রথম মেগাতেই তাঁদের জুটি একেবারে সুপারহিট। পর্দায় অগ্নিভ অর্থাৎ এভি এবং কথাকলি অর্থাৎ কথার রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারে না দর্শক। জুটির অনস্ক্রিন রসায়ন,অনেকটাই দেখা যাচ্ছে বর্তমানে অফস্ক্রিনেও। একথাই এখন শোনা যাচ্ছে স্টুডিওপাড়ার অন্দরে। যদিও এই বিষয়ে দু'জনেই মুখে কুলুপ এঁটেছেন।‌ তবে সাহেবের জন্মদিনে সুস্মিতা বুঝিয়ে দিলেন, তাঁদের সম্পর্ক নিছক বন্ধুত্বের নয়। 

 

সোশ্যাল মিডিয়ায় নিজেদের একগুচ্ছ ছবি ভাগ করে সুস্মিতা লেখেন, "এই বছরটিও যেন সুখ, সমৃদ্ধি ও আনন্দে ভরে ওঠে, এই কামনাই করি। এই সমস্ত বইয়ের ভাষা ছাড়াও আমি অন্তরের ভাষা দিয়ে বলতে চাই, শুভ জন্মদিন সাহেব ভট্টাচার্য। আমার ডোরেমন, আমার সুপারম্যান। তুমি যেমন আছ, ঠিক এরকমই থেকো সারাজীবন। আমার ছেলেমানুষি সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমায় সঠিক পথে চলার শিক্ষা দেওয়ার জন্যও কৃতজ্ঞ।" 

 

 

সাহেবের জন্মদিনে সুস্মিতার এই মিষ্টি শুভেচ্ছাবার্তা দেখে নেটিজেনরাও দারুণ খুশি। পর্দার মতো বাস্তবেও যে একে অপরের প্রেমে পড়েছেন‌ তা এই জুটি স্বীকার না করলেও এই স্বীকারোক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।