নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই দারুণ ফল করছে স্টার জলসার 'গীতা এলএলবি'। 'গীতা'র বুদ্ধিতেই বাজিমাত ধারাবাহিক থেকে টিআরপি তালিকা। চলতি সপ্তাহে ৭.৯ নম্বর পেয়ে 'বাংলা সেরা'র খেতাব জিতল এই ধারাবাহিক। একের পর এক গোল দিয়ে সবাইকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে 'পরিণীতা'। শুরুর দিন থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। চলতি সপ্তাহে 'পারুল-রায়ান'-এর প্রাপ্তি ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। ৭.৭ নম্বরে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। 

 

 

এদিকে, গল্পে একের পর এক ট্যুইস্ট আসলেও পিছিয়ে পড়েছে 'কথা'। চলতি সপ্তাহে ৭.৩ নম্বরে চতুর্থ স্থানে রয়েছে 'কথা-এভি'র গল্প। ধারাবাহিকের নতুন মোড়ে ভাগ্য ফেরে কিনা এখন সেটাই দেখার। ৭.২ নম্বরে পঞ্চমে রয়েছে 'জগদ্ধাত্রী'। এখন 'দূর্গা'কে নিয়ে এগোচ্ছে গল্প। তবে ধারাবাহিকে নতুন নায়ক আসার খবর শোনা যাচ্ছে টলিপাড়ায়। উঠে আসছে একের পর এক নাম। তবে অঙ্কিতার বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত জানা যায়নি। 

 

 

নম্বর কমেছে স্টার জলসার 'উড়ান'-এর ও। ৬.৯ নম্বরে এই সপ্তাহে ষষ্ঠ স্থানে এই ধারাবাহিক। সপ্তমে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক 'রাঙামতি তিরন্দাজ' ও 'কোন গোপনে মন ভেসেছে'। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৬.৭। অষ্টমে ৬.৩ নম্বরে রয়েছে 'গৃহপ্রবেশ'। অন্যদিকে নবম স্থানে 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর ৫.৮। দশমেও পরপর দুই ধারাবাহিক। যৌথভাবে 'মিত্তির বাড়ি' ও 'তেতুঁলপাতা'র প্রাপ্ত নম্বর ৫.৬। 

 

 

প্রসঙ্গত, এই সপ্তাহে চমক দিয়ে এগিয়ে এসেছে 'পরিণীতা'। 'বাংলা সেরা'র দৌড়ে জোর লড়াইয়ের সম্ভবনা। এদিক নম্বর কমে পিছিয়ে পড়েছে স্টার জলসা ও জি বাংলার বেশকিছু ধারাবাহিক। কেউ কেউ একেবারে ছিটকে গিয়েছে টিআরপি তালিকা থেকে। আসছে নতুন ধারাবাহিকও। গল্পের নতুন মোড়ে কি হবে রদবদল? সেটাই এখন দেখার।