নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক হোক না সিনেমা, গল্পই শেষ কথা! আর এই গল্পের কাঁধে ভর করেই বাজিমাত করল 'পরিণীতা'। খুব বেশিদিন শুরু না হলেও পুরনো অনেক সিরিয়ালকে প্রথম থেকেই জোর টক্কর দিয়েছে জি বাংলার এই ধারাবাহিক। গত সপ্তাহে এই মেগা ছিল ২ নম্বরে। এবার ৭.৮ নম্বর পেয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল 'পরিণীতা'।
চলতি সপ্তাহে বেশ রদবদল টিআরপি তালিকায়। এবারও 'কথা'কে পিছনে ফেলে এগিয়ে গেল জি বাংলার 'ফুলকি' ও স্টার জলসার 'গীতা এল এল বি'। টিআরপি তালিকায় ৭.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। তৃতীয় 'গীতা এল এল বি'-র প্রাপ্তি ৭.৪ নম্বর। এক সময়ে টানা টপার 'কথা' এবার হয়েছে চতুর্থ। স্টারের এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩। এরপরই পঞ্চমে জায়গা পেয়েছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিক পেয়েছে ৭.১ নম্বর।
এবার ষষ্ঠ স্থানে একসঙ্গে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। 'রাঙামতি তীরন্দাজ' এবং অনিকেত-শ্যামলীর গল্প 'কোন গোপনে মন ভেসেছে'-র প্রাপ্ত নম্বর ৭.০। এবার বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে 'উড়ান'। ৬.৮ নম্বর পেয়ে সপ্তম স্থানে স্টার জলসার এই ধারাবাহিক। অষ্ঠমে রয়েছে 'গৃহপ্রবেশ'। প্রাপ্ত নম্বর ৬.১।
একের পর এক টুইস্টেও মন কাড়তে পারেনি সুধা-তেজের গল্প। এবার ৬.০ নম্বর পেয়ে নবমে রয়েছে স্টার জলসা ধারাবাহিক ‘শুভ বিবাহ’। একেবারে শেষে কোনওক্রমে টিআরপি তালিকায় জায়গা পেয়েছে 'মিত্তির বাড়ি', 'আনন্দী', 'তেতুঁলপাতা'। প্রাপ্ত নম্বর ৫.৭।
