টিআরপিতে খেলা ঘুরল মাত্র এক সপ্তাহের মধ্যে। বিরাট চমক এবার প্রথম স্থানে। এবার নতুন, পুরনো সবাইকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিল জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণার গল্প শুরু থেকেই দর্শকের মন জয় করলেও এই প্রথমবার 'বাংলা সেরা'র খেতাব জিতল এই মেগা। এখন গল্পের টুইস্ট যেমন আছে, তেমনই এই ধারাবাহিকের পরতে পরতে রয়েছে রহস্য। তাই বরাবরই টানটান উত্তেজনা থাকে প্রতিটি পর্বে। সঙ্গে আর্য ও অপর্ণার কেমিস্ট্রি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১।
দ্বিতীয় স্থানে রয়েছে 'পরিণীতা'। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে একটুর জন্য হাতছাড়া হল জায়গা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। শুরুর দিন থেকেই পারুলের লড়াইয়ে পাশে থেকেছেন দর্শক। তাই প্রতি সপ্তাহে বেশ ভালই ফল করে এই ধারাবাহিক।
তৃতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৫.৫। এখন আবারও পুরনো মেজাজে ফিরেছে জগদ্ধাত্রী। যদিও গল্পের মোড়ে তার মেয়ে দুর্গার কাহিনি নিয়ে এগোচ্ছে এই মেগা। তবে জগদ্ধাত্রী আবারও ফোর্স জয়েন করেছে। শত্রুকে শাস্তি দিতে ফের তৈরি সে। তাই দর্শকের মনোযোগ আকর্ষণ করছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: ‘কথা’ শেষ হতেই বদলে গেলেন তনুকা! 'ঠাম্মি'র পর কোন নতুন রূপে চমকে দিলেন অভিনেত্রী?
চতুর্থ স্থানে ৫.৪ পেয়ে রয়েছে 'ফুলকি'। দুর্গাপুজোর প্লট চলছে এখন ধারাবাহিকে। গল্পের মোড়ে আবারও নতুন অবতারে ধরা দিয়েছে ফুলকি-রোহিত। নানা টুইস্টের মিশেলে দারুণ এগোচ্ছে এই মেগাও। পঞ্চমে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩।
এদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ৫.১ নম্বরে 'দাদামণি'র সঙ্গে এই জায়গা ভাগ করছে 'পরশুরাম'। একচেটিয়া প্রথমস্থান জায়গা করায় পর হঠাৎ একেবারে ছন্দপতন হল 'পরশুরাম'-এর। সপ্তমে ৪.৭ পেয়ে রয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। এই ধারাবাহিকও শুরুতে চমক দিয়ে এখন পিছিয়ে পড়েছে। শেষের সপ্তাহে অষ্টমে রয়েছে 'কথা'। প্রাপ্ত নম্বর ৪.৫। ৪.৪ পেয়ে নবমে একসঙ্গে রয়েছে 'জোয়ার ভাঁটা', 'তুই আমার হিরো' ও 'লক্ষ্মী ঝাঁপি'। দশমে ৪.৩ নম্বরে রয়েছে 'চিরসখা'।
প্রসঙ্গত, এই সপ্তাহে প্রথম দিকে জি বাংলার জয়জয়কার। স্টার জলসার ধারাবাহিকের নম্বর তুলনামূলকভাবে কম। টিআরপিতে সেভাবে জায়গা পায়নি নতুন মেগাও। তবে আশা ছাড়েননি দর্শক। শুরু হওয়া নতুন ধারাবাহিক আগামীতে কী ফল করে, এখন সেটাই দেখার।
